
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রাহ্মনিয়াম জয়শঙ্করে উদ্দেশে খোলা চিঠি দিয়েছেন পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের স্বাধীনতাকামী নেতা মির ইয়ার বালোচ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চিঠির সেই অনুলিপি পোস্টও করেছেন তিনি।
খোলা চিঠিতে মির ইয়ার বালোচ ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও জনগণকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন, গত বছর মে মাসে পাকিস্তানের সেনাবাহিনী ও জঙ্গি ঘাঁটিগুলো লক্ষ্য করে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর পরিচালিত অভিযান অপারেশন সিঁদুরের প্রতি সমর্থন জানিয়েছেন এবং চীন ইস্যুতে সতর্কবার্তা দিয়েছেন। চীনের হুমকি মোকাবিলায় ভারতের সঙ্গে বেলুচিস্তানের স্বাধীনতাকামী শক্তি একসঙ্গে কাজ করতে চায় বলেও চিঠিতে উল্লেখ করেছেন তিনি।
আন্তর্জাতিক ডেস্ক 






































