
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর ১০ নং আকচা শর্ট সার্কিটের কারণে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি ঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।
ঘটনাটি ঘটে আজ (২ তারিখে রাত ৮ টায়) আকচা ১০ নং ওযার্ডে আগুনের সূত্রপাত হওয়ার পর দ্রুত তা আশপাশে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।
এ বিষয়ে স্থানীয় মেম্বার বা সলের ওয়ার্ড সভাপতি কোন খবর নেয়নি পরিবারের। ক্ষয়ক্ষতির পরিমাণ দুটি গরু পুরে ছাই হয়ে গেছে। এখন পরিবারটি নিরুপায়। এখনো কেউ এগিয়ে আসেনি।কেউ পারলে সাহায্যের হাত বাড়িয়ে দিন।
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ 







































