শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে  প্রতিবন্ধী শিশু ও পরিবারের  সদস্যদের নিয়ে আনন্দ মেলা অনুষ্ঠিত

দেলোয়ার হোসেন, ঢাকা ব্যুরো।।
ঢাকার কেরানীগঞ্জে প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে আয়োজন করে হয়  আনন্দমেলা। বিশেষ চাহিদা সম্পন্ন এই শিশুদের জন্য কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন রুপা’স ভিশন ফর এক্সেপশনাল লাইভস–এর উদ্যোগে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার কেরানীগঞ্জ উপজেলার আটি এলাকার একটি রিসোর্সসেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সারা দেশ থেকে আগত দুই শতাধিক বিশেষ চাহিদা সম্পন্ন অটিস্টিক শিশুরা ও তাদের অভিভাবকরা। দেশের বিভিন্ন জায়গা থেকে এই শিশুদের কে নিয়ে আসেন তাদের অভিভাবকরা ।আনন্দঘন এই আয়োজনটি পরিণত হয় উৎসবমুখর এক মিলনমেলায়। শিশুদের আনন্দ ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন স্পোর্টস ইভেন্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্যাশন শো এবং বিশেষ আকর্ষণ হিসেবে যাদু প্রদর্শনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রুপা’স ভিশন ফর এক্সেপশনাল লাইভস-এর পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের লালন-পালন ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে তিনজন অভিভাবক ও কেয়ারগিভারকে সম্মাননা প্রদান করা হয়।
শিশুদের উচ্ছ্বাস, হাসি ও প্রাণবন্ত অংশগ্রহণে পুরো পরিবেশ হয়ে ওঠে প্রাণচঞ্চল ও আনন্দে ভরপুর। এ আয়োজনে অভিভাবকরা ও তাদের পরিবার-পরিজনেরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং সন্তানদের সঙ্গে একটি আনন্দময় দিন কাটানোর সুযোগ পান।
আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখে এবং অভিভাবকদের মধ্যেও নতুন করে অনুপ্রেরণা সৃষ্টি করে। সংগঠনটির বিশ্বাস—ভালোবাসা, আনন্দ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সুন্দরভাবে বেড়ে ওঠার অন্যতম চাবিকাঠি।
ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও আনন্দমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের প্রতিনিধিরা।
জনপ্রিয়

যশোরে আসামি জামিনে বেরিয়ে মাদ্রাসা শিক্ষককে মারধর

কেরানীগঞ্জে  প্রতিবন্ধী শিশু ও পরিবারের  সদস্যদের নিয়ে আনন্দ মেলা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০১:০৫:২৮ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
দেলোয়ার হোসেন, ঢাকা ব্যুরো।।
ঢাকার কেরানীগঞ্জে প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে আয়োজন করে হয়  আনন্দমেলা। বিশেষ চাহিদা সম্পন্ন এই শিশুদের জন্য কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন রুপা’স ভিশন ফর এক্সেপশনাল লাইভস–এর উদ্যোগে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার কেরানীগঞ্জ উপজেলার আটি এলাকার একটি রিসোর্সসেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সারা দেশ থেকে আগত দুই শতাধিক বিশেষ চাহিদা সম্পন্ন অটিস্টিক শিশুরা ও তাদের অভিভাবকরা। দেশের বিভিন্ন জায়গা থেকে এই শিশুদের কে নিয়ে আসেন তাদের অভিভাবকরা ।আনন্দঘন এই আয়োজনটি পরিণত হয় উৎসবমুখর এক মিলনমেলায়। শিশুদের আনন্দ ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন স্পোর্টস ইভেন্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্যাশন শো এবং বিশেষ আকর্ষণ হিসেবে যাদু প্রদর্শনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রুপা’স ভিশন ফর এক্সেপশনাল লাইভস-এর পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের লালন-পালন ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে তিনজন অভিভাবক ও কেয়ারগিভারকে সম্মাননা প্রদান করা হয়।
শিশুদের উচ্ছ্বাস, হাসি ও প্রাণবন্ত অংশগ্রহণে পুরো পরিবেশ হয়ে ওঠে প্রাণচঞ্চল ও আনন্দে ভরপুর। এ আয়োজনে অভিভাবকরা ও তাদের পরিবার-পরিজনেরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং সন্তানদের সঙ্গে একটি আনন্দময় দিন কাটানোর সুযোগ পান।
আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখে এবং অভিভাবকদের মধ্যেও নতুন করে অনুপ্রেরণা সৃষ্টি করে। সংগঠনটির বিশ্বাস—ভালোবাসা, আনন্দ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সুন্দরভাবে বেড়ে ওঠার অন্যতম চাবিকাঠি।
ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও আনন্দমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের প্রতিনিধিরা।