বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

১২ ঘন্টা পর দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক 

মেহেদী হাসান, রাজবাড়ী 
ঘন কুয়াশার কার‌ণে প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর  দৌলত‌দিয়া ও মানিকগঞ্জে পাটু‌রিয়া নৌরুটে ফে‌রি চলাচল শুরু হয়েছে।
রোববার (৩ জানুয়ারি) বেলা ১১টা ২০ মি‌নিটের দিকে পদ্মা নদীর অববা‌হিকায় কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফে‌রি চলাচল শুরু করে ঘাট কর্তৃপক্ষ। এর আগে গতকাল শনিবার রাত সাড়ে ১১টা থেকে ঘন কুয়াশার কারণে এ রুটে ফে‌রি চলাচল বন্ধ হয়ে যায়।
বিআইড‌ব্লিউটি‌সি দৌলত‌দিয়া ঘাট ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন,গতকাল শ‌নিবার রাত থেকে পদ্মা নদীর অববা‌হিকায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগু‌লো অস্পষ্ট হয়ে যাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১১টা‌ থেকে এ রুটে ফে‌রি চলাচল বন্ধ করে দেয়া হয় আজকে কুয়াশার ঘনত্ব কমে আসায় বেলা ১১টা ২০ মিনিট থেকে পুনরায় ফে‌রি চলাচল শুরু হয়েছে।  সি‌রিয়ালে তেমন যানবাহনের চাপ নেই। এ রুটে ফে‌রি বন্ধের খবর শুনে যানবাহনের চালকরা বিকল্প রুট ব্যবহার করে। যার কারণে যানবাহনের চাপ তেমন থাকে না। বর্তমানে এই নৌরুটে ১৪টি ফেরি দিয়ে যাত্রী যানবাহন পারাপার করা হচ্ছে।
জনপ্রিয়

বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় যেতে চায়, পেছনের দরজা দিয়ে নয়: ডা. শাহাদাত 

১২ ঘন্টা পর দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক 

প্রকাশের সময় : ০৩:২৭:১৩ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
মেহেদী হাসান, রাজবাড়ী 
ঘন কুয়াশার কার‌ণে প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর  দৌলত‌দিয়া ও মানিকগঞ্জে পাটু‌রিয়া নৌরুটে ফে‌রি চলাচল শুরু হয়েছে।
রোববার (৩ জানুয়ারি) বেলা ১১টা ২০ মি‌নিটের দিকে পদ্মা নদীর অববা‌হিকায় কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফে‌রি চলাচল শুরু করে ঘাট কর্তৃপক্ষ। এর আগে গতকাল শনিবার রাত সাড়ে ১১টা থেকে ঘন কুয়াশার কারণে এ রুটে ফে‌রি চলাচল বন্ধ হয়ে যায়।
বিআইড‌ব্লিউটি‌সি দৌলত‌দিয়া ঘাট ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন,গতকাল শ‌নিবার রাত থেকে পদ্মা নদীর অববা‌হিকায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগু‌লো অস্পষ্ট হয়ে যাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১১টা‌ থেকে এ রুটে ফে‌রি চলাচল বন্ধ করে দেয়া হয় আজকে কুয়াশার ঘনত্ব কমে আসায় বেলা ১১টা ২০ মিনিট থেকে পুনরায় ফে‌রি চলাচল শুরু হয়েছে।  সি‌রিয়ালে তেমন যানবাহনের চাপ নেই। এ রুটে ফে‌রি বন্ধের খবর শুনে যানবাহনের চালকরা বিকল্প রুট ব্যবহার করে। যার কারণে যানবাহনের চাপ তেমন থাকে না। বর্তমানে এই নৌরুটে ১৪টি ফেরি দিয়ে যাত্রী যানবাহন পারাপার করা হচ্ছে।