
ঝিকরগাছা প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা বিএম হাইস্কুলে কৃতি শিক্ষক ও শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৪ জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোছাঃ রনী খাতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা মানুষকে আলোকিত করে এবং দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামীর নেতৃত্ব দেবে। তিনি শিক্ষকদের অবদানের প্রশংসা করে বলেন, গুণগত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের নিষ্ঠা ও আন্তরিকতা অপরিহার্য।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজালাল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সুলতান মাহমুদ এবং শহীদ মশিয়ুর রহমান কলেজের প্রাক্তন অধ্যাপক এ কে এম শফিউল আজম রুমি।
এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ নাজমুল আলম, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলামসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে বিএম হাইস্কুলের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নাসরিন আক্তার নয়ন, তপন কুমার ঘোষ ও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক বেনজির আহমেদকে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি মেডিকেল কলেজে ভর্তির সুযোগপ্রাপ্ত ৬ জন শিক্ষার্থীসহ ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
ঝিকরগাছা প্রতিনিধি 





































