
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় সিজারিয়ান অস্ত্রোপচারের সাড়ে চার বছর পর এক নারীর পেট থেকে কাঁচি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অবহেলার অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী মোছা. আল্পনা খাতুন উল্লাপাড়া উপজেলার মাটিকোড়া গ্রামের প্রবাসী আনোয়ার হোসেনের স্ত্রী। অভিযোগ অনুযায়ী, ২০২১ সালের ১৩ আগস্ট উল্লাপাড়া পৌর শহরের শ্যামলীপাড়া এলাকার কেয়া হসপিটাল অ্যান্ড কনসালটেন্ট সেন্টারে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে তার দ্বিতীয় সন্তানের জন্ম হয়। অস্ত্রোপচারের পর থেকেই তার পেটে ব্যথা শুরু হয়।
পরবর্তী সময়ে বিভিন্ন সময়ে ব্যথা ও বমির উপসর্গ দেখা দেয়। গ্রামীণ চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা নেওয়া হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। দীর্ঘ সাড়ে চার বছর এভাবেই চলতে থাকে শারীরিক জটিলতা।
গত ডিসেম্বর মাসে ব্যথা তীব্র হলে তাকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক্স-রে পরীক্ষায় পেটের ভেতরে একটি কাঁচির অস্তিত্ব শনাক্ত হয়। পরে ১১ ডিসেম্বর অস্ত্রোপচারের মাধ্যমে কাঁচিটি অপসারণ করা হয়।
রবিবার (৪ জানুয়ারি) ভুক্তভোগীর স্বামী আনোয়ার হোসেন ডাকযোগে সিরাজগঞ্জ সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে সিজার অপারেশনের সময় চিকিৎসাগত অবহেলার বিষয়টি উল্লেখ করা হয়।
কেয়া হসপিটাল অ্যান্ড কনসালটেন্ট সেন্টারের কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট রোগীর চিকিৎসা সংক্রান্ত কোনো রেকর্ড তাদের কাছে সংরক্ষিত নেই।
সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযোগটি এখনো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি। অভিযোগ প্রাপ্তির পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সিরাজগঞ্জ প্রতিনিধি: 







































