
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, বিএনপি জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির প্রতি অটল। তিনি বলেন, জনগণের ম্যান্ডেটে যদি বিএনপি রাষ্ট্রক্ষমতায় যেতে পারে, তাহলে উত্তরাঞ্চলের মানুষের জীবন ও জীবিকার সুরক্ষায় তিস্তা মহাপরিকল্পনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাস্তবায়নের কাজ শুরু করা হবে।
তিনি আরও বলেন, “তিস্তা নদী শুধু একটি নদী নয়, এটি এই অঞ্চলের প্রায় দুই কোটি মানুষের জীবন ও জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তিস্তার পানির ন্যায্য বণ্টন ও নদীভিত্তিক উন্নয়ন নিশ্চিত করা না গেলে এ অঞ্চলের মানুষের দুর্ভোগ কখনোই লাঘব হবে না। তাই বিএনপি সরকার গঠন করতে পারলে ইনশাআল্লাহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আমরা সর্বশক্তি নিয়োগ করবো।”
সোমবার দুপুরে বিএনপির অস্থায়ী কার্যালয়ে স্থানীয় ও জাতীয় পর্যায়ের সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় অধ্যক্ষ দুলু আরও বলেন, বিএনপি সবসময় জনগণের দাবি ও অধিকার আদায়ের রাজনীতি করে এসেছে। দেশের নদী, কৃষি ও পরিবেশ রক্ষায় বিএনপির সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, বন্যা নিয়ন্ত্রণ ও এলাকার সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় জেলার প্রায় সকল গণমাধ্যমকর্মী মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের খোলামেলা উত্তর দেন বিএনপির এই শীর্ষ নেতা।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, বিএনপি জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির প্রতি অটল। তিনি বলেন, জনগণের ম্যান্ডেটে যদি বিএনপি রাষ্ট্রক্ষমতায় যেতে পারে, তাহলে উত্তরাঞ্চলের মানুষের জীবন ও জীবিকার সুরক্ষায় তিস্তা মহাপরিকল্পনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাস্তবায়নের কাজ শুরু করা হবে।
তিনি আরও বলেন, “তিস্তা নদী শুধু একটি নদী নয়, এটি এই অঞ্চলের প্রায় দুই কোটি মানুষের জীবন ও জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তিস্তার পানির ন্যায্য বণ্টন ও নদীভিত্তিক উন্নয়ন নিশ্চিত করা না গেলে এ অঞ্চলের মানুষের দুর্ভোগ কখনোই লাঘব হবে না। তাই বিএনপি সরকার গঠন করতে পারলে ইনশাআল্লাহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আমরা সর্বশক্তি নিয়োগ করবো।”
সোমবার দুপুরে বিএনপির অস্থায়ী কার্যালয়ে স্থানীয় ও জাতীয় পর্যায়ের সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় অধ্যক্ষ দুলু আরও বলেন, বিএনপি সবসময় জনগণের দাবি ও অধিকার আদায়ের রাজনীতি করে এসেছে। দেশের নদী, কৃষি ও পরিবেশ রক্ষায় বিএনপির সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, বন্যা নিয়ন্ত্রণ ও এলাকার সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় জেলার প্রায় সকল গণমাধ্যমকর্মী মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের খোলামেলা উত্তর দেন বিএনপির এই শীর্ষ নেতা।
লালমনিরহাট প্রতিনিধি 





































