বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শরণখোলায় খালে ডুবে শিশুর মৃত্যু

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলা উপজেলা সদরের উত্তর কদমতলা গ্রামে খালে পড়ে লাবিব (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৫জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে শিশুটিকে বাড়ির সামনের খাল থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহত লাবিব জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের শরণখোলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলামের ছেলে। শিশুটির অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকাবহ অবস্থা বিরাজ করছে।
পরিবার সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে নিখোঁজ হয় শিশুটি। এর পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে নিখোঁজের প্রায় দেড় ঘন্টা পর বাড়ির সামনের খালে ভা।সমান অবস্থায় পাওয়া যায় তাকে।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. তাসনুভা আলম বলেন, হাসপাতালে আনার অনেক আগেই শিশুটি মারা যায়। দীর্ঘক্ষণ পানিতে ডুবে থাকায় তার পুরো শরীর শক্ত হয়ে গিয়েছিল।
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদকের শিশু সন্তানের অকাল মৃত্যুতে উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন পঞ্চায়েত ও সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেন মিলন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।
জনপ্রিয়

বুড়িমারী স্থলবন্দরে সিন্ডিকেটের কাছে জিম্মি ফল ব্যবসায়ীরা

শরণখোলায় খালে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৮:৪৪:২৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলা উপজেলা সদরের উত্তর কদমতলা গ্রামে খালে পড়ে লাবিব (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৫জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে শিশুটিকে বাড়ির সামনের খাল থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহত লাবিব জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের শরণখোলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলামের ছেলে। শিশুটির অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকাবহ অবস্থা বিরাজ করছে।
পরিবার সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে নিখোঁজ হয় শিশুটি। এর পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে নিখোঁজের প্রায় দেড় ঘন্টা পর বাড়ির সামনের খালে ভা।সমান অবস্থায় পাওয়া যায় তাকে।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. তাসনুভা আলম বলেন, হাসপাতালে আনার অনেক আগেই শিশুটি মারা যায়। দীর্ঘক্ষণ পানিতে ডুবে থাকায় তার পুরো শরীর শক্ত হয়ে গিয়েছিল।
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদকের শিশু সন্তানের অকাল মৃত্যুতে উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন পঞ্চায়েত ও সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেন মিলন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।