
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপার সঙ্গে কাজ করাকে কেন্দ্র করে কাজিপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ জাহিদ হাসানকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ-১ আসনের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাইদুল ইসলাম এবং তাঁর অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে কাজিপুর উপজেলার মেঘাই পুরাতন বাজার এলাকায় ঘটনাটি ঘটে। আহত শেখ জাহিদ হাসানকে সিরাজগঞ্জ শহরের আভিসিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত জাহিদের দেওয়া তথ্যমতে, দলীয় মনোনয়ন চূড়ান্ত হওয়ার আগে তিনি ও তাঁর সহযোগীরা রুমানা মোর্শেদ কনকচাঁপার পক্ষে সাংগঠনিক কার্যক্রমে যুক্ত ছিলেন। পরে সেলিম রেজার মনোনয়ন নিশ্চিত হলে দলের পক্ষে একযোগে কাজ করার নির্দেশনা আসে। এর পরিপ্রেক্ষিতে মেঘাই বিএনপি কার্যালয়ে দলীয় কার্যক্রম পরিচালনার সময় তাঁর ওপর হামলা চালানো হয়।
অভিযোগের বিষয়ে সাইদুল ইসলাম সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছেন এবং ঘটনাস্থলে উপস্থিত না থাকার কথা জানিয়েছেন।
এ বিষয়ে সিরাজগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী সেলিম রেজা জানিয়েছেন, দলে কোনো সাংগঠনিক বিভেদ নেই এবং ঘটনাটি ব্যক্তিগত পর্যায়ের। তিনি আহত নেতার খোঁজখবর নিয়েছেন এবং বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো. এনায়েতুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় থানায় কোনো লিখিত বা মৌখিক অভিযোগ পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্যের মাধ্যমে বিষয়টি অবগত হয়েছেন বলে তিনি জানান।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, বিষয়টি তাঁর নজরে আসেনি। তবে নির্বাচনপূর্ব সময়ে এ ধরনের অভিযোগ পেলে তা যাচাই করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সিরাজগঞ্জ প্রতিনিধি: 






































