
যশোর অফিস
যশোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মুরাদ আহমেদ (৪৫) ও সাজ্জাদ (১৯) নামে দু’জন নিহত হয়েছেন। সোমবার সকালে ও দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে যশোর-নড়াইল সড়কের দাইতলা বাজার এলাকায়। বাইসাইকেলে করে কাজে যাওয়ার পথে নড়াইল থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মুরাদ আহমেদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মুরাদ আহমেদ যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং মডার্ণ ইলেকট্রিক্যাল ওয়ার্কসপ লিমিটেডের যশোর অঞ্চলের ইলেকট্রিশিয়ান ছিলেন। কোম্পানির কর্মকর্তা আব্দুল আলীম জানান, মুরাদ কোম্পানির কাজে ছাতিয়ানতলার দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসসহ চালক রায়হানকে (২৫) আটক করে এবং মারপিট করে। আহত চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যশোর কোতোয়ালি থানার ওসি ফারুক আহমেদ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
অপর দুর্ঘটনাটি ঘটে একই দিন বেলা দেড়টার দিকে, শহরের খোলাডাঙ্গা সার গোডাউন এলাকায়। মোটরসাইকেল মেরামত শেষে একটি পৌঁছে দিতে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক সাজ্জাদকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে বেলা তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সাজ্জাদ পুলেরহাট দিয়ারবাড়ী এলাকার বাসিন্দা ও বিল্লালের ছেলে। তিনি চার খাম্বার মোড় ফুড গোডাউনের পাশে অবস্থিত নাদিম মোটরসাইকেল গ্যারেজের কর্মচারী ছিলেন। দুটি দুর্ঘটনার ঘটনায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে শোকের ছায়া নেমে এসেছে।
যশোর অফিস 







































