
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযানে গত বছরের ডিসেম্বর মাসে ৫৭৫টি মামলার মাধ্যমে ৩০ লাখ ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এই রাজস্ব আদায় সিরাজগঞ্জ ট্রাফিক অফিসের সর্বোচ্চ রেকর্ড।
ট্রাফিক আইন অমান্য করে যানবাহন চালানো এবং বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় বাস, ট্রাক, অটোরিকশা ও মোটরসাইকেলের মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে এসব মামলা করা হয়। মামলাগুলো অনলাইনে নিষ্পত্তি করা হয় এবং ইউএস ক্যাশের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে।
ট্রাফিক অফিস সূত্র জানায়, ডিসেম্বর মাসে রেজিস্ট্রেশন ও বৈধ কাগজপত্রবিহীন ৭২টি মোটরসাইকেল আটক করা হয়। পরবর্তীতে মালিকরা বিআরটিএ অফিসে জরিমানা জমা দিলে মোটরসাইকেলগুলো ছেড়ে দেওয়া হয়। এতে প্রতিটি মোটরসাইকেল থেকে ন্যূনতম ১৫ হাজার টাকা করে রাজস্ব আদায় হয়।
একই কারণে সিরাজগঞ্জ সদর থানাসহ জেলার বিভিন্ন থানার হেফাজতে অন্তত ৯০টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটক রয়েছে।
পুলিশ সূত্র জানায়, রেজিস্ট্রেশনবিহীন ও অবৈধভাবে চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ট্রাফিক আইনের অংশ। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সিরাজগঞ্জ প্রতিনিধি 







































