শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ২

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র, মাদক ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রসহ দুই চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
রাজবাড়ী আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত রাজবাড়ী সদর থানার বসন্তপুর ইউনিয়নের মুছিদহ সংলগ্ন এলাকা ও একই ইউনিয়নের গাবলা গ্রামে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। অবৈধ অস্ত্র উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষ্যে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে লিটু খান ও মো. আরিফ খান নামে দুই সন্ত্রাসীকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি রিভলবার, একটি রিভলবারের গুলি, একটি ওয়ান শুটার গান, সাতটি ওয়ান শুটার গানের গুলি, দুটি চায়নিজ কুড়াল, দুটি দেশীয় রামদা, একটি চাকু, একটি ইলেকট্রিক শক মেশিন, একটি ভরা মদের বোতল, পাঁচটি খালি মদের বোতল, দুটি হকি স্টিক এবং চারটি মোবাইল ফোন (দুটি অ্যান্ড্রয়েড ও দুটি বাটন ফোন) উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত লিটু খান রাজবাড়ী সদর থানার বসন্তপুর ইউনিয়নের গাবলা গ্রামের মৃত আকমল খানের ছেলে এবং মো. আরিফ খান একই ইউনিয়নের মুছিদহ গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
উদ্ধারকৃত অস্ত্র ও মালামালসহ গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজবাড়ী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জনপ্রিয়

যশোরে আসামি জামিনে বেরিয়ে মাদ্রাসা শিক্ষককে মারধর

রাজবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ২

প্রকাশের সময় : ০২:৪৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র, মাদক ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রসহ দুই চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
রাজবাড়ী আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত রাজবাড়ী সদর থানার বসন্তপুর ইউনিয়নের মুছিদহ সংলগ্ন এলাকা ও একই ইউনিয়নের গাবলা গ্রামে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। অবৈধ অস্ত্র উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষ্যে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে লিটু খান ও মো. আরিফ খান নামে দুই সন্ত্রাসীকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি রিভলবার, একটি রিভলবারের গুলি, একটি ওয়ান শুটার গান, সাতটি ওয়ান শুটার গানের গুলি, দুটি চায়নিজ কুড়াল, দুটি দেশীয় রামদা, একটি চাকু, একটি ইলেকট্রিক শক মেশিন, একটি ভরা মদের বোতল, পাঁচটি খালি মদের বোতল, দুটি হকি স্টিক এবং চারটি মোবাইল ফোন (দুটি অ্যান্ড্রয়েড ও দুটি বাটন ফোন) উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত লিটু খান রাজবাড়ী সদর থানার বসন্তপুর ইউনিয়নের গাবলা গ্রামের মৃত আকমল খানের ছেলে এবং মো. আরিফ খান একই ইউনিয়নের মুছিদহ গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
উদ্ধারকৃত অস্ত্র ও মালামালসহ গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজবাড়ী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।