
রাজু বদ্দি, প্রতিনিধি শার্শা
বেনাপোলে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের (ডিফেন্স এক্স-ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন) এর সঙ্গে ৮৫ যশোর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটনের মতবিনিময় সভা। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে বেনাপোলের হোটেল সানরুফে এ মতবিনিসয় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জয়নাল আবেদীন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৮৫ যশোর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অবসরপ্রাপ্ত মেজর আবু সাঈদ, অধ্যক্ষ মোহাম্মদ শফিকুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন- বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান ও শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম ও সাংবাদিক কাজী শাহজাহান সবুজ প্রমুখ।
মতবিনিময় সভায় সঞ্চালনায় ছিলেন কর্পোরাল ফিরোজ আহমদ।
সভায় বক্তারা দেশের বর্তমান প্রেক্ষাপট, উন্নয়ন ও সংগঠন শক্তিশালীকরণ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
রাজু বদ্দি, প্রতিনিধি শার্শা 







































