বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাজস্থলীতে ২ অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন, জরিমানা ৪ লাখ

নিজস্ব সংবাদদাতাঃ

রাঙ্গামাটি রাজস্থলী  দুটি ইটভাটা গুড়িয়ে দিয়ে বন্ধ ঘোষণা করল প্রশাসন। এ সময় ইটভাটা দুটির মালিককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
রাজস্থলী উপজেলা প্রশাসন ও রাঙ্গামাটি জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও  সহকারী কমিশনার  কঙ্খন প্রভা নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় উপজেলার কলেজ পাড়া এলাকায় ও খ্রোমং পাড়ায় পৃথক অভিযান চালিয়ে দুটি ইটভাটা গুড়িয়ে দিয়ে বন্ধ ঘোষণা ও জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, নিষিদ্ধ এলাকায় অবৈধভাবে ইটভাটার কার্যক্রম পরিচালনার অপরাধে মঙ্গলবার (৬ জানুয়ারী) উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের কলেজ পাড়া এলাকার কে বি ডাবল্লিউ ব্রিকস ও একই  ইউনিয়নের  বি আর বি ব্রিকস নামক ইটভাটা দুটির কিলন ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার পাশাপাশি ইটভাটা দুটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এসময় কে বি ডাব্লিউ ব্রিকস এর মালিককে দুই লক্ষ টাকা এবং বি আর বি ব্রিকস এর মালিককে ২ লক্ষ  টাকা অর্থদণ্ড প্রদান করে তা তাৎক্ষণিক আদায় করা হয়।
রাঙ্গামাটি জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মুমিনুল ইসলাম  বলেন, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনের আলোকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ইটভাটা দুটি বন্ধ ঘোষণার পাশাপাশি তাদেরকে অর্থদণ্ড প্রদান করা হয়।’

ম্যাজিস্ট্রেট বলেন, ‘আইনের ব্যত্যয় ঘটিয়ে নিষিদ্ধ স্থানে ইটভাটা দুটির কার্যক্রম পরিচালিত হচ্ছিল। যে কারণে ইটভাটা দুটির কিলন ভেঙ্গে ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি ছিটিয়ে অগ্নি নির্বাপন করে ভাটা দুটি বন্ধ ঘোষণা করা হয়।

এ সময় ইটভাটার চুল্লী পোড়ানোর জন্য তৈরিকৃত ইট  ফায়ার সার্ভিসের সাহায্যে ধ্বংস করা হয়। বন্ধ ঘোষণার পাশাপাশি ইটভাটা দুটিকে ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।’

অবৈধ ইটভাটা বন্ধের অভিযান পরিচালনার সময় রাঙ্গামাটি  জেলা  পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুমিনুল ইসলাম,রাজস্থলী থানা পুলিশ ও রাজস্থলী ফায়ার সার্ভিস  সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

ছবি ক্যাপসন, রাজস্থলী উপজেলার দুইটি ইটভাটায় অভিযান পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কঙ্খন প্রভা।

জনপ্রিয়

বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় যেতে চায়, পেছনের দরজা দিয়ে নয়: ডা. শাহাদাত 

রাজস্থলীতে ২ অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন, জরিমানা ৪ লাখ

প্রকাশের সময় : ০৪:৫৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬

নিজস্ব সংবাদদাতাঃ

রাঙ্গামাটি রাজস্থলী  দুটি ইটভাটা গুড়িয়ে দিয়ে বন্ধ ঘোষণা করল প্রশাসন। এ সময় ইটভাটা দুটির মালিককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
রাজস্থলী উপজেলা প্রশাসন ও রাঙ্গামাটি জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও  সহকারী কমিশনার  কঙ্খন প্রভা নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় উপজেলার কলেজ পাড়া এলাকায় ও খ্রোমং পাড়ায় পৃথক অভিযান চালিয়ে দুটি ইটভাটা গুড়িয়ে দিয়ে বন্ধ ঘোষণা ও জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, নিষিদ্ধ এলাকায় অবৈধভাবে ইটভাটার কার্যক্রম পরিচালনার অপরাধে মঙ্গলবার (৬ জানুয়ারী) উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের কলেজ পাড়া এলাকার কে বি ডাবল্লিউ ব্রিকস ও একই  ইউনিয়নের  বি আর বি ব্রিকস নামক ইটভাটা দুটির কিলন ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার পাশাপাশি ইটভাটা দুটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এসময় কে বি ডাব্লিউ ব্রিকস এর মালিককে দুই লক্ষ টাকা এবং বি আর বি ব্রিকস এর মালিককে ২ লক্ষ  টাকা অর্থদণ্ড প্রদান করে তা তাৎক্ষণিক আদায় করা হয়।
রাঙ্গামাটি জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মুমিনুল ইসলাম  বলেন, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনের আলোকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ইটভাটা দুটি বন্ধ ঘোষণার পাশাপাশি তাদেরকে অর্থদণ্ড প্রদান করা হয়।’

ম্যাজিস্ট্রেট বলেন, ‘আইনের ব্যত্যয় ঘটিয়ে নিষিদ্ধ স্থানে ইটভাটা দুটির কার্যক্রম পরিচালিত হচ্ছিল। যে কারণে ইটভাটা দুটির কিলন ভেঙ্গে ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি ছিটিয়ে অগ্নি নির্বাপন করে ভাটা দুটি বন্ধ ঘোষণা করা হয়।

এ সময় ইটভাটার চুল্লী পোড়ানোর জন্য তৈরিকৃত ইট  ফায়ার সার্ভিসের সাহায্যে ধ্বংস করা হয়। বন্ধ ঘোষণার পাশাপাশি ইটভাটা দুটিকে ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।’

অবৈধ ইটভাটা বন্ধের অভিযান পরিচালনার সময় রাঙ্গামাটি  জেলা  পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুমিনুল ইসলাম,রাজস্থলী থানা পুলিশ ও রাজস্থলী ফায়ার সার্ভিস  সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

ছবি ক্যাপসন, রাজস্থলী উপজেলার দুইটি ইটভাটায় অভিযান পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কঙ্খন প্রভা।