বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বকশীগঞ্জ  ছাত্রদলের আহ্বায়ককে কারণ দর্শানোর নোটিশ 

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি 
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা শাখা ছাত্রদলের আহ্বায়ক জোবায়দুল ইসলাম শামীমকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে  কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
 আজ মঙ্গলবার ( ৬ জানুয়ারী) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর জেলা শাখার সভাপতি/ সম্পাদকের স্বাক্ষরিত  এক সংবাদ এ নোটিশ জারি করা হয়।
নোটিশে বলা হয়,  বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বকশীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়কের মতো দায়িত্বশীল পদে আসীন থেকে জোবায়দুল ইসলাম শামীম দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত হয়েছেন বলে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে।
চিঠিতে আরো বলা হয়েছে, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন তাঁর বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ জানুয়ারি রাতে দেওয়ানগঞ্জ উপজেলার পোল্লাকান্দি গ্রামের এক ব্যক্তির স্ত্রীর সঙ্গে অনৈতিক অবস্থায় জোবায়দুল ইসলাম শামীমকে হাতেনাতে আটক করে এলাকাবাসী। বর্তমানে ওই নারী ও তাঁর তিন বছরের শিশুসন্তান জোবায়দুলের বাসায় অবস্থান করছেন বলে জানা গেছে। ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে জেলা ছাত্রদল এই কঠোর অবস্থান গ্রহন করেছেন।
 বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর জেলা শাখার সভাপতি আতিকুর রহমান সুমিল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক আজ এই নির্দেশনা প্রদান করেন।
এই বিষয়ে জানতে চাইলে জামালপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক বলেন, “সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা বজায় রাখা আমাদের প্রধান অগ্রাধিকার। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই নোটিশ দেওয়া হয়েছে। তাঁর দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক না হলে পরবর্তী সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে।”
অভিযোগের বিষয়ে কথা বলতে বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবায়দুল ইসলাম শামীমের মুঠোফোনে কথা বললে তিনি বলেন, জামালপুর জেলা ছাত্রদলের কারন দর্শানোর নোটিশটি পেয়েছি ৪৮ ঘন্টার মধ্যে জেলা ছাত্রদল কার্যালয়ে সশরীরে হাজির  হয়ে তার বেক্ষা প্রদান করব।
জনপ্রিয়

বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় যেতে চায়, পেছনের দরজা দিয়ে নয়: ডা. শাহাদাত 

বকশীগঞ্জ  ছাত্রদলের আহ্বায়ককে কারণ দর্শানোর নোটিশ 

প্রকাশের সময় : ০৮:৩৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি 
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা শাখা ছাত্রদলের আহ্বায়ক জোবায়দুল ইসলাম শামীমকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে  কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
 আজ মঙ্গলবার ( ৬ জানুয়ারী) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর জেলা শাখার সভাপতি/ সম্পাদকের স্বাক্ষরিত  এক সংবাদ এ নোটিশ জারি করা হয়।
নোটিশে বলা হয়,  বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বকশীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়কের মতো দায়িত্বশীল পদে আসীন থেকে জোবায়দুল ইসলাম শামীম দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত হয়েছেন বলে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে।
চিঠিতে আরো বলা হয়েছে, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন তাঁর বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ জানুয়ারি রাতে দেওয়ানগঞ্জ উপজেলার পোল্লাকান্দি গ্রামের এক ব্যক্তির স্ত্রীর সঙ্গে অনৈতিক অবস্থায় জোবায়দুল ইসলাম শামীমকে হাতেনাতে আটক করে এলাকাবাসী। বর্তমানে ওই নারী ও তাঁর তিন বছরের শিশুসন্তান জোবায়দুলের বাসায় অবস্থান করছেন বলে জানা গেছে। ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে জেলা ছাত্রদল এই কঠোর অবস্থান গ্রহন করেছেন।
 বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর জেলা শাখার সভাপতি আতিকুর রহমান সুমিল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক আজ এই নির্দেশনা প্রদান করেন।
এই বিষয়ে জানতে চাইলে জামালপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক বলেন, “সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা বজায় রাখা আমাদের প্রধান অগ্রাধিকার। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই নোটিশ দেওয়া হয়েছে। তাঁর দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক না হলে পরবর্তী সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে।”
অভিযোগের বিষয়ে কথা বলতে বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবায়দুল ইসলাম শামীমের মুঠোফোনে কথা বললে তিনি বলেন, জামালপুর জেলা ছাত্রদলের কারন দর্শানোর নোটিশটি পেয়েছি ৪৮ ঘন্টার মধ্যে জেলা ছাত্রদল কার্যালয়ে সশরীরে হাজির  হয়ে তার বেক্ষা প্রদান করব।