বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে ভেজাল কীটনাশক মজুদের দায়ে কৃষি উপকরণ দোকানে জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি 
সিরাজগঞ্জের রায়গঞ্জে ভেজাল কীটনাশক মজুদের অভিযোগে একটি কৃষি উপকরণ বিক্রয় প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪০ প্যাকেট ভেজাল কীটনাশক জব্দ করে তা বিনষ্ট করা হয়েছে এবং দোকান মালিককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার ৬ জানুয়ারি দুপুরে রায়গঞ্জ পৌরসভার ধানগড়া পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থিত মেসার্স আকন্দ বীজ ট্রেডার্সে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানার নেতৃত্বে অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম এবং থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী ভেজাল কীটনাশক মজুদের দায়ে এ দণ্ড প্রদান করা হয়।
কৃষি বিভাগ জানায়, কৃষকদের স্বার্থ রক্ষা এবং ভেজাল সার ও কীটনাশকের ব্যবহার রোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। ভেজাল পণ্য মজুদ ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
জনপ্রিয়

বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় যেতে চায়, পেছনের দরজা দিয়ে নয়: ডা. শাহাদাত 

সিরাজগঞ্জে ভেজাল কীটনাশক মজুদের দায়ে কৃষি উপকরণ দোকানে জরিমানা

প্রকাশের সময় : ০৮:৪৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
সিরাজগঞ্জ প্রতিনিধি 
সিরাজগঞ্জের রায়গঞ্জে ভেজাল কীটনাশক মজুদের অভিযোগে একটি কৃষি উপকরণ বিক্রয় প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪০ প্যাকেট ভেজাল কীটনাশক জব্দ করে তা বিনষ্ট করা হয়েছে এবং দোকান মালিককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার ৬ জানুয়ারি দুপুরে রায়গঞ্জ পৌরসভার ধানগড়া পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থিত মেসার্স আকন্দ বীজ ট্রেডার্সে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানার নেতৃত্বে অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম এবং থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী ভেজাল কীটনাশক মজুদের দায়ে এ দণ্ড প্রদান করা হয়।
কৃষি বিভাগ জানায়, কৃষকদের স্বার্থ রক্ষা এবং ভেজাল সার ও কীটনাশকের ব্যবহার রোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। ভেজাল পণ্য মজুদ ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।