
যশোর অফিস
যশোরের ঝিকরগাছা উপজেলায় সড়ক দুর্ঘটনায় রেহেনা খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ জানুয়ারি বিকাল সাড়ে ৪টার দিকে যশোর বেনাপোল সড়কের ঝিকরগাছার বেজি তলার মোড় এলাকায় ইজিবাইকে করে যাওয়ার সময় দুর্ঘটনাবশত গাড়ি থেকে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। পড়ে যাওয়ার সময় তার মাথায় গুরুতর আঘাত লাগে।
এ সময় সঙ্গে থাকা তার স্বামী মোজাম গাজী তাকে উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।
যশোর জেনারেল হাসপাতালে সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত রেহেনা খাতুন ঝিকরগাছা উপজেলার বামনয়ালি সাইমপাড়া এলাকার বাসিন্দা।
নিহতের মরদেহ যশোর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
যশোর অফিস 







































