বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

  • যশোর অফিস 
  • প্রকাশের সময় : ০৯:১৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ১৯

প্রতীকী ছবি

যশোর অফিস 

যশোর সদরের রূপদিয়া এলাকার একটি ভাড়া বাড়িতে গলায় ফাঁস দিয়ে রেহেনা (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।নিহত রেহেনা রামনগর ইউনিয়নের কামালপুর গ্রামের ইব্রাহিমের স্ত্রী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়,পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে মনোমালিন্যের জেরে রেহেনা শয়নকক্ষের জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে তার স্বামী ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মরদেহ ময়নাতদন্ত ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের  হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জনপ্রিয়

বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় যেতে চায়, পেছনের দরজা দিয়ে নয়: ডা. শাহাদাত 

যশোরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশের সময় : ০৯:১৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬

যশোর অফিস 

যশোর সদরের রূপদিয়া এলাকার একটি ভাড়া বাড়িতে গলায় ফাঁস দিয়ে রেহেনা (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।নিহত রেহেনা রামনগর ইউনিয়নের কামালপুর গ্রামের ইব্রাহিমের স্ত্রী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়,পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে মনোমালিন্যের জেরে রেহেনা শয়নকক্ষের জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে তার স্বামী ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মরদেহ ময়নাতদন্ত ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের  হয়েছে বলে পুলিশ জানিয়েছে।