
আতাউর রহমান, সাতক্ষীরা ব্যুরোঃ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কলারোয়ায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) দুপুরে কলারোয়া উপজেলার ধানদিয়া বেগম খালেদা জিয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। বেগম খালেদা জিয়া ডিগ্রি কলেজের সভাপতি ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও মুখপাত্র অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছউদ্দীন, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ আব্দুর রকিব মোল্যা, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরীফুজ্জামান তুহিন, তালার ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, বেগম খালেদা জিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজমল করিম প্রমুখ। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বেগম খালেদা জিয়া ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়ানুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
আতাউর রহমান, সাতক্ষীরা ব্যুরোঃ 






































