বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বৈষম্যবিরোধী আন্দোলনের ৩০০ নেতাকর্মী যোগ দিলেন বিএনপিতে

ছবি-সংগৃহীত

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার প্রধান সমন্বয়কসহ ৩০০ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকালে শহরের রঘুনাথ বাজারে শেরপুর জেলা বিএনপির কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা বিএনপিতে যোগ দেন।

এ সময় শেরপুর-১ (সদর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এবং শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ হযরত আলী যোগদানকৃত নেতাকর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

যোগদান করা নেতাদের মধ্যে রয়েছেন– বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেরপুর জেলার প্রধান সমন্বয়ক ও মুখপাত্র ফারহান ফুয়াদ তুহিন, সিনিয়র সংগঠক আরাফাত রহমান তালুকদার, নাহিম আহম্মেদ নিলয়, সিনিয়র যুগ্ম সদস্যসচিব মনিবুল ইসলাম, সদর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আশিকুর রহমান আশিকসহ অন্যরা।
সদ্য যোগদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ফারহান ফুয়াদ তুহিন বলেন, ‘২০২৪ সালের আন্দোলনটা ছিল আমাদের অধিকার আদায়ের এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্নটা আমরা দেখেছিলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে থাকাকালে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি কিন্তু বাস্তবায়ন করতে পারিনি। তাই আমরা মনে করি, নতুন বাংলাদেশ গড়ার আমাদের যে স্বপ্নটা ছিল সেটা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানই বাস্তবায়ন করতে পারবেন। তাই আজকে আমরা শেরপুর জেলার প্রায় তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করলাম।’

শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, ‘বিএনপিকে ভালোবেসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আজ আমাদের দলে যোগ দিলেন। আমরা মিলেমিশে শেরপুর জেলার উন্নয়নে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

যোগদান অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির সদস্যসচিব সাইফুল ইসলাম, শেরপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাশেম সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নিয়ামুল হাসান আনন্দসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় যেতে চায়, পেছনের দরজা দিয়ে নয়: ডা. শাহাদাত 

বৈষম্যবিরোধী আন্দোলনের ৩০০ নেতাকর্মী যোগ দিলেন বিএনপিতে

প্রকাশের সময় : ১১:৪৩:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার প্রধান সমন্বয়কসহ ৩০০ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকালে শহরের রঘুনাথ বাজারে শেরপুর জেলা বিএনপির কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা বিএনপিতে যোগ দেন।

এ সময় শেরপুর-১ (সদর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এবং শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ হযরত আলী যোগদানকৃত নেতাকর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

যোগদান করা নেতাদের মধ্যে রয়েছেন– বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেরপুর জেলার প্রধান সমন্বয়ক ও মুখপাত্র ফারহান ফুয়াদ তুহিন, সিনিয়র সংগঠক আরাফাত রহমান তালুকদার, নাহিম আহম্মেদ নিলয়, সিনিয়র যুগ্ম সদস্যসচিব মনিবুল ইসলাম, সদর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আশিকুর রহমান আশিকসহ অন্যরা।
সদ্য যোগদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ফারহান ফুয়াদ তুহিন বলেন, ‘২০২৪ সালের আন্দোলনটা ছিল আমাদের অধিকার আদায়ের এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্নটা আমরা দেখেছিলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে থাকাকালে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি কিন্তু বাস্তবায়ন করতে পারিনি। তাই আমরা মনে করি, নতুন বাংলাদেশ গড়ার আমাদের যে স্বপ্নটা ছিল সেটা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানই বাস্তবায়ন করতে পারবেন। তাই আজকে আমরা শেরপুর জেলার প্রায় তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করলাম।’

শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, ‘বিএনপিকে ভালোবেসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আজ আমাদের দলে যোগ দিলেন। আমরা মিলেমিশে শেরপুর জেলার উন্নয়নে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

যোগদান অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির সদস্যসচিব সাইফুল ইসলাম, শেরপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাশেম সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নিয়ামুল হাসান আনন্দসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।