
বলিউডের মিষ্টিকন্যা শ্রদ্ধা কাপুর কি তবে এবার সিঙ্গেল তকমা ঘুচিয়ে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন? বি-টাউনে এখন শোনা যাচ্ছে তার বিয়ের গুঞ্জন। আর পাত্র হিসেবে বারবার একজনের নামই উঠে আসছে- চিত্রনাট্যকার ও লেখক রাহুল মোদী। দীর্ঘদিন ধরেই রাহুল ও শ্রদ্ধার প্রেম নিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা হচ্ছে। কখনও বিমানে পাশাপাশি বসে যাত্রা করা, আবার কখনও কোনো রাজকীয় বিয়ের অনুষ্ঠানে একই ফ্রেমে ধরা পড়া তাদের রসায়ন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, যদিও নিজেদের সম্পর্ক নিয়ে বরাবরই স্পিকটি নট এই জুটি। তবে মুখে কিছু না বললেও তাদের ঘনঘন উপস্থিতি অনেক কিছুরই ইঙ্গিত দিচ্ছে। শ্রদ্ধা কাপুর এবার তার এই সম্পর্ককে একটি পরিণতি দিতে চাইছেন।
এর আগে আদিত্য রায় কাপুর এবং ফারহান আখতারের সঙ্গে শ্রদ্ধার প্রেমের গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত কোনোটিই টেকেনি। বিশেষ করে ফারহানের সঙ্গে সম্পর্কের বিষয়ে বাবা শক্তি কাপুরের কড়া আপত্তি থাকায় সেই অধ্যায় সেখানেই শেষ হয়ে যায়।
তবে রাহুল মোদীর ক্ষেত্রে বিষয়টি বেশ ইতিবাচক। শোনা যাচ্ছে, রাহুলকে কাপুর পরিবারের সবাই বেশ পছন্দ করেন। পরিবারের সদস্যদের সবুজ সংকেত মেলায় বিয়ের সিদ্ধান্ত নিতে এবার আর কোনো বাধা নেই শ্রদ্ধার সামনে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সরাসরি বিয়ের প্রসঙ্গে শ্রদ্ধা বলেন, ‘বিয়ে তো করবই।’ তার এই সংক্ষিপ্ত কিন্তু অর্থবহ মন্তব্যে অনুরাগীরা মনে করছেন, বিয়ের সানাই বাজার সময় হয়তো খুব কাছেই।
বিনোদন ডেস্ক 






































