
জামাল উদ্দিন, স্টাফ রিপোর্টার
বেনাপোলে বন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) দুপুর আড়াই দিকে বন্দরের ৫ নম্বর গেটের সামনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বন্দরের প্রায় তিন হাজার শ্রমিক অংশ গ্রহন করেন।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৮৫ যশোর -১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ নুরুজ্জামান লিটন।

আরও উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, বেনাপোল পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আক্তরুজ্জামান, বেনাপোলে বন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদ আলী, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেব আলী, উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুলসহ বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
রাজু বদ্দি, শার্শা প্রতিনিধি 







































