
মেহেদী হাসান (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীতে পৃথক অভিযানে দেড় কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ৫টা ১৫ মিনিটে কালুখালী উপজেলার মাঝবাড়ি এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখার একটি দল। এ সময় মাঝবাড়ি পশ্চিমপাড়ায় নজুমুদ্দিন মন্ডলের বাড়ির সামনে পাকা রাস্তা থেকে মো. রুস্তম মন্ডল (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রুস্তম মন্ডল নজুমুদ্দিন মন্ডলের ছেলে এবং তিনি ওই এলাকার বাসিন্দা।
অপর এক অভিযানে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়ন পরিষদের সামনে ঢাকা–কুষ্টিয়া মহাসড়কে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের আরেকটি দল। এ সময় চরলক্ষীপুর গ্রামের মৃত নবী শেখের ছেলে আজিজুল ইসলাম (৪২)-কে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় কালুখালী থানায় ডিবির এসআই আব্দুল্লাহ বাদী হয়ে এবং রাজবাড়ী সদর থানায় এসআই মো. ওয়াহিদুল হাসান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মফিজুল ইসলাম জানান, গ্রেফতারকৃত দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মেহেদী হাসান (রাজবাড়ী) প্রতিনিধি 






































