
মেহেদী হাসান (রাজবাড়ী) প্রতিনিধি:
রাজবাড়ীর পাংশায় পৃথক অভিযানে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-১০।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ও বুধবার (৭ জানুয়ারি ২০২৬) রাজবাড়ী জেলার পাংশা থানাধীন বিভিন্ন এলাকায় র্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ৩টি মোটরসাইকেল উদ্ধার সহ মোঃ সোহেল রানা (২২) ও মোঃ সাদ্দাম মন্ডল (২৭) নামে ২জন কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সোহেল রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার ০১ নং ওয়ার্ডের বাস্তখোলা গ্রামের মোঃ রফিক মন্ডলের ছেলে ও সাদ্দাম রাজবাড়ী জেলার পাংশা উপজেলার চরঝিকরীপুর পশ্চিমপাড়া এলাকার ছেকেন মন্ডলের ছেলে।
র্যাব-১০ সূত্রে জানা যায়, প্রথম অভিযানে মঙ্গলবার রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বাস্তখোলা (বাস্তগোলা) এলাকা থেকে মোঃ সোহেল রানা (২২) কে একটি চোরাই সুজুকি জিক্সার (মনোক্রোম ব্ল্যাক) মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে একই রাতে রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে পাংশা থানাধীন আজিজ সরদার বাসস্ট্যান্ড এলাকা থেকে মোঃ সাদ্দাম মন্ডল (২৭) কে একটি চোরাই টিভিএস এপাচি ফোর-ভি (ব্ল্যাক) মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়।
এছাড়াও অভিযান চলাকালে রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে একই এলাকা থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন চোরাই টিভিএস এপাচি ফোর-ভি (রেড) মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
র্যাব-১০ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে। উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো আইনগত প্রক্রিয়ার মাধ্যমে পাংশা থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতারকৃত দুইজনকে পাংশা থানার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। একই সঙ্গে উদ্ধারকৃত মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিক শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম।
মেহেদী হাসান (রাজবাড়ী) প্রতিনিধি: 






































