
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চাপারহাট এলাকায় অবৈধ পথে আসা ভারতীয় নকল মোবাইল যন্ত্রাংশ প্রকাশ্যে বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দিপা টেলিকম নামের একটি দোকান থেকে স্বল্প দামে এসব নকল পণ্য জোরেশোরে বিক্রি করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, দোকানটিতে মোবাইল ব্যাটারি, ডিসপ্লে, চার্জারসহ বিভিন্ন যন্ত্রাংশ আসল ও উন্নত মানের বলে বিক্রি করা হলেও অল্প সময়ের মধ্যেই সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সস্তা দামের প্রলোভনে বহু ক্রেতা এসব পণ্য কিনে পরবর্তীতে প্রতারণার শিকার হচ্ছেন বলে জানান ভুক্তভোগীরা।
এলাকাবাসীর অভিযোগ, অবৈধভাবে এসব পণ্য বাজারজাত করার ফলে একদিকে সাধারণ ক্রেতারা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, অন্যদিকে বৈধ ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এতে করে স্থানীয় বাজারে নকল পণ্যের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে।
স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে বলেন, অবিলম্বে অভিযান চালিয়ে নকল ও অবৈধ পণ্যের বিক্রি বন্ধ না করলে প্রতারণা আরও বাড়বে। একই সঙ্গে সংশ্লিষ্ট দোকানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।
লালমনিরহাট প্রতিনিধি: 







































