মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে ভারত থেকে অবৈধ পথে আসা নকল মোবাইল যন্ত্রাংশ প্রকাশ্যে বিক্রি 

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চাপারহাট এলাকায় অবৈধ পথে আসা  ভারতীয় নকল মোবাইল যন্ত্রাংশ প্রকাশ্যে বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দিপা টেলিকম নামের একটি দোকান থেকে স্বল্প দামে এসব নকল পণ্য জোরেশোরে বিক্রি করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, দোকানটিতে মোবাইল ব্যাটারি, ডিসপ্লে, চার্জারসহ বিভিন্ন যন্ত্রাংশ আসল ও উন্নত মানের বলে বিক্রি করা হলেও অল্প সময়ের মধ্যেই সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সস্তা দামের প্রলোভনে বহু ক্রেতা এসব পণ্য কিনে পরবর্তীতে প্রতারণার শিকার হচ্ছেন বলে জানান ভুক্তভোগীরা।

স্থানীয় সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে টিকটকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রচারণা চালিয়ে ক্রেতাদের আকৃষ্ট করা হচ্ছে। এতে সাধারণ মানুষ সহজেই প্রলুব্ধ হয়ে নকল পণ্য কিনছেন।

এলাকাবাসীর অভিযোগ, অবৈধভাবে এসব পণ্য বাজারজাত করার ফলে একদিকে সাধারণ ক্রেতারা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, অন্যদিকে বৈধ ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এতে করে স্থানীয় বাজারে নকল পণ্যের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে।

স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে বলেন, অবিলম্বে অভিযান চালিয়ে নকল ও অবৈধ পণ্যের বিক্রি বন্ধ না করলে প্রতারণা আরও বাড়বে। একই সঙ্গে সংশ্লিষ্ট দোকানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।

জনপ্রিয়

ঢাকায় ৪০তম ফোবানা সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

কালীগঞ্জে ভারত থেকে অবৈধ পথে আসা নকল মোবাইল যন্ত্রাংশ প্রকাশ্যে বিক্রি 

প্রকাশের সময় : ১১:২১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চাপারহাট এলাকায় অবৈধ পথে আসা  ভারতীয় নকল মোবাইল যন্ত্রাংশ প্রকাশ্যে বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দিপা টেলিকম নামের একটি দোকান থেকে স্বল্প দামে এসব নকল পণ্য জোরেশোরে বিক্রি করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, দোকানটিতে মোবাইল ব্যাটারি, ডিসপ্লে, চার্জারসহ বিভিন্ন যন্ত্রাংশ আসল ও উন্নত মানের বলে বিক্রি করা হলেও অল্প সময়ের মধ্যেই সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সস্তা দামের প্রলোভনে বহু ক্রেতা এসব পণ্য কিনে পরবর্তীতে প্রতারণার শিকার হচ্ছেন বলে জানান ভুক্তভোগীরা।

স্থানীয় সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে টিকটকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রচারণা চালিয়ে ক্রেতাদের আকৃষ্ট করা হচ্ছে। এতে সাধারণ মানুষ সহজেই প্রলুব্ধ হয়ে নকল পণ্য কিনছেন।

এলাকাবাসীর অভিযোগ, অবৈধভাবে এসব পণ্য বাজারজাত করার ফলে একদিকে সাধারণ ক্রেতারা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, অন্যদিকে বৈধ ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এতে করে স্থানীয় বাজারে নকল পণ্যের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে।

স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে বলেন, অবিলম্বে অভিযান চালিয়ে নকল ও অবৈধ পণ্যের বিক্রি বন্ধ না করলে প্রতারণা আরও বাড়বে। একই সঙ্গে সংশ্লিষ্ট দোকানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।