বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে কলেজছাত্র হত্যাকাণ্ড: পলাতক আসামি হৃদয় গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি 
সিরাজগঞ্জে প্রকাশ্যে কলেজছাত্র আব্দুর রহমান রিয়াদকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার ১০ নম্বর পলাতক আসামি মো. হৃদয়কে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-১২, সিরাজগঞ্জ সদর কোম্পানি ও র‌্যাব-০১, সিপিএসসি গাজীপুরের যৌথ অভিযানে গাজীপুর মহানগরীর গাছা থানার মালেকেরবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৫ সালের ২৮ ডিসেম্বর বিকেলে সিরাজগঞ্জ পৌর এলাকার নাজমুল চত্বর সংলগ্ন ক্রিয়েটিভ স্কুলের সামনে রিয়াদ ও তার বন্ধুরা সিএনজির ভেতরে অবস্থান করছিল। এ সময় পূর্বপরিকল্পিতভাবে একদল ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে তাদের ঘিরে ধরে রিয়াদকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৭টা ৩০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা মো. রেজাউল করিম বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি ২০২৫ সালের ২৯ ডিসেম্বর রুজু হয়। মামলার ধারা ৩০২/৩৪ দণ্ডবিধি, মামলা নম্বর ৪০।
র‌্যাব জানায়, মামলা রুজুর পর থেকে ছায়াতদন্ত শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় ৬ জানুয়ারি মামলার প্রধান আসামি মো. সাকিন গ্রেপ্তার হন। সর্বশেষ ৮ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে গাজীপুরে অভিযান চালিয়ে পলাতক আসামি মো. হৃদয়কে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া মো. হৃদয় (১৯) সিরাজগঞ্জ সদর উপজেলার ধানবান্ধি এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. জাহাঙ্গীর। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
জনপ্রিয়

সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমেই নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা

সিরাজগঞ্জে কলেজছাত্র হত্যাকাণ্ড: পলাতক আসামি হৃদয় গ্রেপ্তার

প্রকাশের সময় : ০২:৫৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
সিরাজগঞ্জ প্রতিনিধি 
সিরাজগঞ্জে প্রকাশ্যে কলেজছাত্র আব্দুর রহমান রিয়াদকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার ১০ নম্বর পলাতক আসামি মো. হৃদয়কে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-১২, সিরাজগঞ্জ সদর কোম্পানি ও র‌্যাব-০১, সিপিএসসি গাজীপুরের যৌথ অভিযানে গাজীপুর মহানগরীর গাছা থানার মালেকেরবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৫ সালের ২৮ ডিসেম্বর বিকেলে সিরাজগঞ্জ পৌর এলাকার নাজমুল চত্বর সংলগ্ন ক্রিয়েটিভ স্কুলের সামনে রিয়াদ ও তার বন্ধুরা সিএনজির ভেতরে অবস্থান করছিল। এ সময় পূর্বপরিকল্পিতভাবে একদল ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে তাদের ঘিরে ধরে রিয়াদকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৭টা ৩০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা মো. রেজাউল করিম বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি ২০২৫ সালের ২৯ ডিসেম্বর রুজু হয়। মামলার ধারা ৩০২/৩৪ দণ্ডবিধি, মামলা নম্বর ৪০।
র‌্যাব জানায়, মামলা রুজুর পর থেকে ছায়াতদন্ত শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় ৬ জানুয়ারি মামলার প্রধান আসামি মো. সাকিন গ্রেপ্তার হন। সর্বশেষ ৮ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে গাজীপুরে অভিযান চালিয়ে পলাতক আসামি মো. হৃদয়কে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া মো. হৃদয় (১৯) সিরাজগঞ্জ সদর উপজেলার ধানবান্ধি এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. জাহাঙ্গীর। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।