
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও অসাধু উপায়ে উত্তর সরবরাহের অভিযোগে একটি চক্রের ১১ সদস্যকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিদের মধ্যে নাগেশ্বরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলাম রয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে পরীক্ষা চলাকালীন একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযানের উদ্ধারকৃত সরঞ্জাম পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী উপজেলার একটি পরীক্ষা কেন্দ্রের পার্শ্ববর্তী একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ।
সেখানে জালিয়াতি চক্রের সদস্যরা বিশেষ প্রযুক্তিসম্পন্ন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে পরীক্ষার প্রশ্নপত্র সংগ্রহ ও উত্তর সরবরাহের প্রস্তুতি নিচ্ছিল। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ডিজিটাল ডিভাইস ও জালিয়াতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন মিনারুল ইসলাম নাগেশ্বরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায় পরিচিত। আটক অন্য ব্যক্তিরা হলেন:
বেলাল হোসেন (৩৮), আনোয়ার হোসেন (২৮), মিনারুল ইসলাম (৪০), শাহাজামাল (২৭), বাবু ইসলাম (৩২), জান্নাতুল নাঈম মিতু (২৬), আব্দুল লতিফ (৫২), শরিফুজ্জামান (৪০), হিমেল মাহমুদ (২৮), চামিলি আক্তার (২৯) মাহাবুব খান (৩৫)। আটককৃতদের মধ্যে কুড়িগ্রাম ছাড়াও মাদারীপুর ও ঝালকাঠি জেলার বাসিন্দা রয়েছেন।
পুলিশের বক্তব্য নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লা হিল জামান জানান, পরীক্ষা কেন্দ্রের পাশের একটি বাড়িতে অসাধু উপায়ে উত্তর সংগ্রহের প্রস্তুতিকালে আমরা ১১ জনকে আটক করেছি।
তাদের কাছ থেকে ডিভাইস উদ্ধার করা হয়েছে। অভিযান এখনো অব্যাহত রয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ 




































