
যশোর অফিস
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) প্রেসক্লাব যশোরে আয়োজিত এ সভা শহিদ বীর ওসমান হাদি এবং আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, এনসিপি যশোর জেলার প্রধান সমন্বয়কারী নুরুজ্জামান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটির মুখপাত্র সাঈদ সান।
সভায় প্রশ্নোত্তর পর্ব শেষে সাংগঠনিক পর্যালোচনা তুলে ধরেন আন্দোলনের মুখ্য সংগঠক সামিউল আলম শিমুল। সার্বিক বিষয়ে আলোচনা করেন জেলা শাখার সদস্য সচিব বি এম আকাশ হোসেন বিজয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার আহ্বায়ক শায়েদ মো. রিজভী। সভায় বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
যশোর অফিস 







































