বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে গৃহবধূ ও যুবকের আত্মহত্যা

  • যশোর অফিস 
  • প্রকাশের সময় : ০৯:৫৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ২৯

প্রতীকী ছবি

যশোর অফিস 
যশোরে পৃথক দুটি ঘটনায় পারিবারিক কলহ ও দাম্পত্য জটিলতার জেরে এক কিশোরী গৃহবধূ বিষ পান করে এবং এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
প্রথম ঘটনায় নিহত গৃহবধূর নাম পিংকি (১৭)। তিনি আমিনুর রহমানের স্ত্রী। তার বাড়ি যশোর সদর উপজেলার তরফদার নওয়াপাড়া এলাকায়। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ জানুয়ারি) সকাল আনুমানিক ৮টার দিকে পারিবারিক কলহের কারণে নিজ বাড়িতে অবস্থানকালে পিংকি বিষ পান করেন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
অপর ঘটনায় প্রেম করে বিয়ের পর পারিবারিক জটিলতায় হতাশ হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জিসান (২০) নামের এক যুবক। তিনি হযরত আলীর ছেলে। তার বাড়ি যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের সিরাজসিংহা এলাকায়। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে স্ত্রীকে বাপের বাড়িতে নিয়ে যাওয়ার ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন জিসান। একপর্যায়ে তিনি নিজ বসতঘরের আড়ার সঙ্গে নিজের ব্যবহৃত মাফলার পেঁচিয়ে গলায় ফাঁস দেন।
পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জিসানের মরদেহও যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, উভয় ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
জনপ্রিয়

সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমেই নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা

যশোরে গৃহবধূ ও যুবকের আত্মহত্যা

প্রকাশের সময় : ০৯:৫৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
যশোর অফিস 
যশোরে পৃথক দুটি ঘটনায় পারিবারিক কলহ ও দাম্পত্য জটিলতার জেরে এক কিশোরী গৃহবধূ বিষ পান করে এবং এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
প্রথম ঘটনায় নিহত গৃহবধূর নাম পিংকি (১৭)। তিনি আমিনুর রহমানের স্ত্রী। তার বাড়ি যশোর সদর উপজেলার তরফদার নওয়াপাড়া এলাকায়। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ জানুয়ারি) সকাল আনুমানিক ৮টার দিকে পারিবারিক কলহের কারণে নিজ বাড়িতে অবস্থানকালে পিংকি বিষ পান করেন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
অপর ঘটনায় প্রেম করে বিয়ের পর পারিবারিক জটিলতায় হতাশ হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জিসান (২০) নামের এক যুবক। তিনি হযরত আলীর ছেলে। তার বাড়ি যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের সিরাজসিংহা এলাকায়। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে স্ত্রীকে বাপের বাড়িতে নিয়ে যাওয়ার ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন জিসান। একপর্যায়ে তিনি নিজ বসতঘরের আড়ার সঙ্গে নিজের ব্যবহৃত মাফলার পেঁচিয়ে গলায় ফাঁস দেন।
পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জিসানের মরদেহও যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, উভয় ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।