শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সরিষা খেতে মৌ বাক্স স্থাপন, সিরাজগঞ্জে মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা ৪০৪ টন

সিরাজগঞ্জ প্রতিনিধি 
চলতি মৌসুমে সিরাজগঞ্জ জেলার নয়টি উপজেলায় সরিষা খেতে মৌ বাক্স স্থাপন করে মধু সংগ্রহ কার্যক্রম চলছে। জেলা কৃষি বিভাগ নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ১ লাখ ৪৬ হাজার হেক্টর সরিষা ক্ষেত থেকে ৪০৪ টন মধু সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছে।
জেলা কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি মৌসুমে জেলায় পাঁচ শতাধিক মৌচাষি সরিষা খেতে মৌ বাক্স স্থাপন করেছেন। মধু সংগ্রহের পাশাপাশি মৌমাছির পরাগায়নের মাধ্যমে সরিষার উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। সরিষা ও মধু মিলিয়ে চলতি মৌসুমে প্রায় ১ হাজার ১০০ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা রয়েছে।
উল্লাপাড়া উপজেলায় চলতি মৌসুমে ২৪ হাজার ৬০৫ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। কৃষি বিভাগ জানায়, উপজেলার আবহাওয়া ও সরিষার ফুল মধু উৎপাদনের জন্য উপযোগী।
উত্তরবঙ্গ মৌচাষি সমিতি সূত্রে জানা যায়, কৃষি প্রণোদনার আওতায় অনেক মৌচাষিকে মৌ বাক্স দেওয়া হয়েছে। মাঠপর্যায়ে পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে উৎপাদন কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে প্রায় ১০ হাজার কেজি মধু সংগ্রহ করা হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, মৌমাছির পরাগায়নের ফলে শস্য উৎপাদন গড়ে প্রায় ১৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। উৎপাদিত মধু মাঠ থেকেই বিভিন্ন কোম্পানি সংগ্রহ করে বাজারজাত করছে। বর্তমানে প্রতি কেজি মধু ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।
কৃষি বিভাগ আরও জানায়, মৌ বাক্স স্থাপনের সঠিক দূরত্ব, প্রতি একর জমিতে প্রয়োজনীয় মৌ বাক্সের সংখ্যা নির্ধারণ এবং কীটনাশক ব্যবহারে সচেতনতা বৃদ্ধির জন্য নিয়মিত কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে।
জনপ্রিয়

কলারোয়ায় বাস-নছিমন সংঘর্ষে নিহত ১

সরিষা খেতে মৌ বাক্স স্থাপন, সিরাজগঞ্জে মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা ৪০৪ টন

প্রকাশের সময় : ০৫:৩১:১২ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
সিরাজগঞ্জ প্রতিনিধি 
চলতি মৌসুমে সিরাজগঞ্জ জেলার নয়টি উপজেলায় সরিষা খেতে মৌ বাক্স স্থাপন করে মধু সংগ্রহ কার্যক্রম চলছে। জেলা কৃষি বিভাগ নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ১ লাখ ৪৬ হাজার হেক্টর সরিষা ক্ষেত থেকে ৪০৪ টন মধু সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছে।
জেলা কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি মৌসুমে জেলায় পাঁচ শতাধিক মৌচাষি সরিষা খেতে মৌ বাক্স স্থাপন করেছেন। মধু সংগ্রহের পাশাপাশি মৌমাছির পরাগায়নের মাধ্যমে সরিষার উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। সরিষা ও মধু মিলিয়ে চলতি মৌসুমে প্রায় ১ হাজার ১০০ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা রয়েছে।
উল্লাপাড়া উপজেলায় চলতি মৌসুমে ২৪ হাজার ৬০৫ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। কৃষি বিভাগ জানায়, উপজেলার আবহাওয়া ও সরিষার ফুল মধু উৎপাদনের জন্য উপযোগী।
উত্তরবঙ্গ মৌচাষি সমিতি সূত্রে জানা যায়, কৃষি প্রণোদনার আওতায় অনেক মৌচাষিকে মৌ বাক্স দেওয়া হয়েছে। মাঠপর্যায়ে পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে উৎপাদন কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে প্রায় ১০ হাজার কেজি মধু সংগ্রহ করা হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, মৌমাছির পরাগায়নের ফলে শস্য উৎপাদন গড়ে প্রায় ১৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। উৎপাদিত মধু মাঠ থেকেই বিভিন্ন কোম্পানি সংগ্রহ করে বাজারজাত করছে। বর্তমানে প্রতি কেজি মধু ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।
কৃষি বিভাগ আরও জানায়, মৌ বাক্স স্থাপনের সঠিক দূরত্ব, প্রতি একর জমিতে প্রয়োজনীয় মৌ বাক্সের সংখ্যা নির্ধারণ এবং কীটনাশক ব্যবহারে সচেতনতা বৃদ্ধির জন্য নিয়মিত কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে।