বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে শিয়ালের কামড়ে বিধবা নারীর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি 
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় শিয়ালের কামড়ে জাহেরা বেগম (৬৫) নামে এক বিধবা নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাটখোলা গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত জাহেরা বেগম ওই গ্রামের মৃত আমজাদ আলীর স্ত্রী। ঘটনার সময় তিনি নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, রাতে টিনের বেড়ার নিচ দিয়ে একটি শিয়াল ঘরে প্রবেশ করে জাহেরা বেগমকে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার অবনতি হলে তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হবে।
জনপ্রিয়

গুগলের জেমিনি এআই বেছে নিলো অ্যাপল

সিরাজগঞ্জে শিয়ালের কামড়ে বিধবা নারীর মৃত্যু

প্রকাশের সময় : ০৫:৩৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
সিরাজগঞ্জ প্রতিনিধি 
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় শিয়ালের কামড়ে জাহেরা বেগম (৬৫) নামে এক বিধবা নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাটখোলা গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত জাহেরা বেগম ওই গ্রামের মৃত আমজাদ আলীর স্ত্রী। ঘটনার সময় তিনি নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, রাতে টিনের বেড়ার নিচ দিয়ে একটি শিয়াল ঘরে প্রবেশ করে জাহেরা বেগমকে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার অবনতি হলে তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হবে।