
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) -৯ এর অভিযানে কুলাউড়া থেকে স্কুল ছাত্রী অপহরণ মামলার মূল আসামি গ্রেপ্তার ও ভিকটিম উদ্ধার করেছে।
ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম মৌলভীবাজারের কুলাউড়া উপজেলাধীন আলী আমজদ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। ভিকটিম রাস্তাঘাটে চলাচলের সময় ১নং বিবাদী ভিকটিমকে উত্যক্ত করত এবং কু-প্রস্তাব দিত। ভিকটিম ০১নং বিবাদীর কু-প্রস্তাবে রাজি না হলে জোরপূর্বক অপহরণ করার হুমকি প্রদান করে। এরই প্রেক্ষিতে ঘটনার দিন গত (১লা জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার সময় ভিকটিম স্কুলে যাওয়ার সময় পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার এলাকার আলী আমজদ উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তার উপর পৌঁছামাত্র পূর্ব হতে উৎ পেতে থাকা ১নং বিবাদী অন্যান্য বিবাদীদের সহযোগিতায় ভিকটিমকে জোরপূর্বক সিএনজিতে উঠিয়ে অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে যায়। ভিকটিম স্কুল থেকে বাড়িতে ফিরে না আসলে ভিকটিমের পিতা বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও পায়নি, একপর্যায়ে লোক মারফত জানতে পারে বিবাদীরা পরস্পর যোগসাজসে ভিকটিমকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে মৌলভীবাজারের কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার এর একটি আভিযানিক দল গত ৯ই জানুয়ারী আনুমানিক সন্ধ্যা ৬টার সময় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলাধীন সাটিয়াজুড়ি ইউনিয়নের সুন্দরপুর এলাকায় অভিযান পরিচালনা করে মৌলভীবাজারের কুলাউড়া থানার মামলা নং-০৪, তারিখ- ০৬/০১/২০২৬ ইং, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত/২০২৫) এর ৭/৩০; এর মূলে মৌলভীবাজার থেকে স্কুল ছাত্রী অপহরণ মামলার এজাহারনামীয় ০১নং পলাতক আসামিকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামি সজল দেবনাথ (২১) কুলাউড়র বিজলী এলাকার উপেন্দ্র দেবনাথের ছেলে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে মৌলভীবাজারের কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: 






































