
যশোর অফিস
‘সপ্তাহে একটি বই পড়ি’ উদ্যোগে যশোরের সুলতানপুর মাঠে ব্যতিক্রমধর্মী পাঠচক্র ও চিন্তনমূলক আয়োজন ‘জ্ঞানযাত্রা ও প্রতিবেশ অধ্যয়ন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দিনব্যাপী এই আয়োজনে নোবেলজয়ী লেখক পাওলো কোয়েলহোর বিশ্বখ্যাত গ্রন্থ দ্য আলকেমিস্ট নিয়ে আলোচনা হয়।
সরিষাক্ষেতের মাঝে প্রকৃতির নিবিড় সান্নিধ্যে অনুষ্ঠিত পাঠচক্রে বই আলোচনা,গান, কবিতা আবৃত্তি ও মানবিক সংলাপে অংশ নেন পাঠচক্র সদস্য ও অতিথিরা। আলোচনায় বক্তারা বলেন, জ্ঞানচর্চা মানুষকে অজ্ঞতা ও বর্বরতা থেকে মুক্ত করে মানবিক, উদার ও কল্যাণমুখী সমাজ গঠনে ভূমিকা রাখে।
আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে মানুষকে জ্ঞান, সৌন্দর্য ও কল্যাণের পথে আহ্বান জানানোই তাদের মূল লক্ষ্য।
যশোর অফিস 






































