সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সিরাজগঞ্জ প্রতিনিধি 

শাহজাদপুরে শিশুদের ঝগড়ার জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

সিরাজগঞ্জ প্রতিনিধি 
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ইসলামি জালসায় ওয়াজ শোনার সময় শিশুদের মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে একই গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের শাহজাদপুর ও পাবনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামে সংঘর্ষটি শুরু হয় এবং প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়। সংঘর্ষে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ব্যবহার করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় কয়েকটি বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে গ্রামের একটি ইসলামি জালসায় ওয়াজ শোনার সময় মঞ্জু সরকারের ১৩ বছর বয়সী ছেলে নিরবের সঙ্গে ইউসুফ ফকিরের ১৫ বছর বয়সী ছেলে শিমুলের ঝগড়া হয়। পরে ওই ঝগড়াকে কেন্দ্র করে উভয় পক্ষের অভিভাবক ও স্বজনরা জড়িয়ে পড়লে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। রোববার সকালে সরকার গ্রুপ ও ফকির গ্রুপের কয়েকশ নারী-পুরুষ সংঘর্ষে অংশ নেয়।
সংঘর্ষে সরকার গ্রুপের আব্দুল মতিন সরকার, রিপন সরকার, শিশির সরকার, টেক্কা সরকার, মিলন সরকার ও আরিফ সরকার এবং ফকির গ্রুপের আলতাফ ফকির, সাগর ফকির, জেলহক ফকির, জিহাদ ফকির, শিমুল ফকির, জিয়ারুল ফকির, সাজেদা খাতুন ও রাকিব ফকিরসহ অন্তত ২০ জন আহত হন। ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় উভয় পক্ষের মোট ১০টি বাড়িঘরে ভাঙচুর হয়।
শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ উভয় পক্ষের নেতাদের কাছ থেকে ভবিষ্যতে মারামারি না করার মুচলেকা নেয়। ক্ষতিগ্রস্তরা চাইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
জনপ্রিয়

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গৃহবধূকে গলাকেটে হত্যা, স্বামী নিখোঁজ

সিরাজগঞ্জ প্রতিনিধি 

শাহজাদপুরে শিশুদের ঝগড়ার জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

প্রকাশের সময় : ০৯:৪৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
সিরাজগঞ্জ প্রতিনিধি 
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ইসলামি জালসায় ওয়াজ শোনার সময় শিশুদের মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে একই গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের শাহজাদপুর ও পাবনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামে সংঘর্ষটি শুরু হয় এবং প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়। সংঘর্ষে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ব্যবহার করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় কয়েকটি বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে গ্রামের একটি ইসলামি জালসায় ওয়াজ শোনার সময় মঞ্জু সরকারের ১৩ বছর বয়সী ছেলে নিরবের সঙ্গে ইউসুফ ফকিরের ১৫ বছর বয়সী ছেলে শিমুলের ঝগড়া হয়। পরে ওই ঝগড়াকে কেন্দ্র করে উভয় পক্ষের অভিভাবক ও স্বজনরা জড়িয়ে পড়লে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। রোববার সকালে সরকার গ্রুপ ও ফকির গ্রুপের কয়েকশ নারী-পুরুষ সংঘর্ষে অংশ নেয়।
সংঘর্ষে সরকার গ্রুপের আব্দুল মতিন সরকার, রিপন সরকার, শিশির সরকার, টেক্কা সরকার, মিলন সরকার ও আরিফ সরকার এবং ফকির গ্রুপের আলতাফ ফকির, সাগর ফকির, জেলহক ফকির, জিহাদ ফকির, শিমুল ফকির, জিয়ারুল ফকির, সাজেদা খাতুন ও রাকিব ফকিরসহ অন্তত ২০ জন আহত হন। ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় উভয় পক্ষের মোট ১০টি বাড়িঘরে ভাঙচুর হয়।
শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ উভয় পক্ষের নেতাদের কাছ থেকে ভবিষ্যতে মারামারি না করার মুচলেকা নেয়। ক্ষতিগ্রস্তরা চাইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।