
যশোর অফিস
যশোর জেলার বেনাপোল স্থলবন্দরে কর্মরত কর্মচারীদের সরকার নির্ধারিত অফিস সময়ের পর অতিরিক্ত কাজের বিপরীতে প্রাপ্য অধিকাল ভাতা বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন স্থানে দাবি আদায়ের লক্ষ্যে ব্যানার টানিয়েছেন কর্মচারীরা।
জানা যায়, অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি-৩ শাখা কর্তৃক গত ২৩-১১-২০২৫ খ্রি. জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আওতাধীন বন্দরসমূহের কর্মচারীদের অনুকূলে অধিকাল ভাতা প্রদানে অসম্মতি জ্ঞাপন করা হয়। এর প্রেক্ষিতে নভেম্বর ২০২৫ খ্রি. থেকে বেনাপোল স্থলবন্দরে কর্মরত কর্মচারীদের অধিকাল ভাতা বন্ধ রয়েছে।
এদিকে অধিকাল ভাতা বন্ধ থাকায় কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়। এ অবস্থায় বাংলাদেশ স্থলবন্দরে কর্মরত কর্মচারীরা ১৮-১২-২০২৫ খ্রি. তারিখে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর অধিকাল ভাতা পুনরায় চালুর দাবিতে লিখিত আবেদন করেন। তবে আবেদন করার পরও এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ করেছেন তারা।
কর্মচারীরা জানান, অধিকাল ভাতা পুনরায় প্রদান না করা হলে পর্যায়ক্রমে মানববন্ধন, স্মারকলিপি প্রদানসহ আরও কঠোর কর্মসূচি পালন করা হবে। এরই ধারাবাহিকতায় আজ ১২-০১-২০২৬ তারিখ সকাল ১০টা ২০ মিনিটে বেনাপোল স্থলবন্দরে কর্মরত কর্মচারীরা বন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল, কার্গো ইয়ার্ড এবং রাজস্ব ভবন (ডিটিএম)–এর সামনে দাবি সম্বলিত ব্যানার টানিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন।
কর্মচারীরা বলেন, অতিরিক্ত সময় কাজ করেও ন্যায্য অধিকাল ভাতা না পাওয়ায় তাদের আর্থিক ও পারিবারিক জীবনে মারাত্মক প্রভাব পড়ছে। দ্রুত সময়ের মধ্যে দাবি মেনে নিয়ে অধিকাল ভাতা পুনরায় চালু করার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
যশোর অফিস 






































