
যশোর অফিস
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা মাদকবিরোধী অভিযানে যশোরের চৌগাছা উপজেলা থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে চৌগাছার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
দুপুর ১২টার দিকে চৌগাছা উপজেলার পুড়াপাড়া খালপাড়া এলাকায় মিন্টু সরকার (৪১)-এর নিজ বসতঘরে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত মনু মিয়ার ছেলে। এ ঘটনায় উপ-পরিদর্শক রাফিজা খাতুন বাদী হয়ে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
একই দিন দুপুর ১টার দিকে চৌগাছার স্বরূপদাহ ইউনিয়নের টেংগুরপুর কারিকরপাড়া এলাকায় অভিযান চালিয়ে শামছুন নাহার বেগম (৬৮)কে তার নিজ বসতঘর থেকে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তিনি মহসিন ফকিরের স্ত্রী।এ ঘটনায়ও উপ-পরিদর্শক রাফিজা খাতুন বাদী হয়ে থানায় নিয়মিত মামলা দায়ের করেন।
পরবর্তীতে দুপুর ২টার দিকে চৌগাছা তারিনিবাস কদমতলা এলাকায় অভিযান চালিয়ে পুল্লাদ আলী ফকির (৬২)-এর নিজ বসতঘর থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি মৃত ওমর আলীর ছেলে। এ ঘটনায় পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
যশোর অফিস 







































