শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে বিএনপি নেতা আলমগীর হত্যা মামলার আসামি গ্রেপ্তার

  • যশোর অফিস
  • প্রকাশের সময় : ০৯:১৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ২৪
যশোর অফিস
যশোরে আলোচিত আলমগীর হোসেন হত্যা মামলার কিলিং মিশনে অংশগ্রহণকারী মোঃ শাহিন কাজী (২৫)কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোর।
ডিবি সূত্রে জানা যায়, গত ৩ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে যশোর শহরের শংকরপুর এলাকার ইসহাক সড়ক সংলগ্ন সাবেক কাউন্সিলর নয়নের অফিসের সামনে পাকা রাস্তায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আলমগীর হোসেন (৫৫) নিজ ব্যবহৃত মোটরসাইকেলে ওই স্থানে পৌঁছামাত্রই পেছন থেকে অনুসরণকারী অজ্ঞাতনামা অস্ত্রধারী সন্ত্রাসীরা চলন্ত মোটরসাইকেল থেকে মাথা লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়।
গুলিবিদ্ধ অবস্থায় আলমগীর হোসেনকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার তদন্তে নেমে গত ৭ জানুয়ারি ডিবি যশোরের এসআইষ অলক কুমারদের নেতৃত্বে একটি টিম আলমগীর হত্যা মামলার মূল শুটার ত্রিদিপ চক্রবর্তী মিশুক (৩০)কে গ্রেপ্তার করে। পরে তার দেয়া ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদের শনাক্ত করা হয়।
এরই ধারাবাহিকতায় গত ১২ জানুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে যশোর শহরের লোন সড়ক এলাকায় সদর ফাঁড়ির বিপরীত পাশে একটি ভাড়া বাসা থেকে কিলিং মিশনে অংশগ্রহণকারী শাহিন কাজী (২৫)কে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জানান, মূল শুটার ত্রিদিপ চক্রবর্তী মিশুক এবং গ্রেপ্তারকৃত শাহিন কাজীর স্বীকারোক্তি অনুযায়ী আলমগীর হত্যা মামলার সঙ্গে সংশ্লিষ্ট সব রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে ডিবি পুলিশ।
উল্লেখ্য,মোঃ শাহিন কাজী যশোরের আলোচিত জুম্মান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে পূর্বে হত্যা ও চাঁদাবাজিসহ অন্তত তিনটি মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর শাহিন কাজী বিজ্ঞ আদালতে নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। পরে তাকে ১৩ জানুয়ারি যশোরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। আটক শাহিন কাজী যশোর শহরের চাঁচড়া রায়পাড়ার কিসলু কাজির ছেলে।
জনপ্রিয়

‘হ্যাঁ’ ভোটের পক্ষে ফটোকার্ড শেয়ার ড. ইউনূসের

যশোরে বিএনপি নেতা আলমগীর হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৯:১৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
যশোর অফিস
যশোরে আলোচিত আলমগীর হোসেন হত্যা মামলার কিলিং মিশনে অংশগ্রহণকারী মোঃ শাহিন কাজী (২৫)কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোর।
ডিবি সূত্রে জানা যায়, গত ৩ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে যশোর শহরের শংকরপুর এলাকার ইসহাক সড়ক সংলগ্ন সাবেক কাউন্সিলর নয়নের অফিসের সামনে পাকা রাস্তায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আলমগীর হোসেন (৫৫) নিজ ব্যবহৃত মোটরসাইকেলে ওই স্থানে পৌঁছামাত্রই পেছন থেকে অনুসরণকারী অজ্ঞাতনামা অস্ত্রধারী সন্ত্রাসীরা চলন্ত মোটরসাইকেল থেকে মাথা লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়।
গুলিবিদ্ধ অবস্থায় আলমগীর হোসেনকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার তদন্তে নেমে গত ৭ জানুয়ারি ডিবি যশোরের এসআইষ অলক কুমারদের নেতৃত্বে একটি টিম আলমগীর হত্যা মামলার মূল শুটার ত্রিদিপ চক্রবর্তী মিশুক (৩০)কে গ্রেপ্তার করে। পরে তার দেয়া ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদের শনাক্ত করা হয়।
এরই ধারাবাহিকতায় গত ১২ জানুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে যশোর শহরের লোন সড়ক এলাকায় সদর ফাঁড়ির বিপরীত পাশে একটি ভাড়া বাসা থেকে কিলিং মিশনে অংশগ্রহণকারী শাহিন কাজী (২৫)কে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জানান, মূল শুটার ত্রিদিপ চক্রবর্তী মিশুক এবং গ্রেপ্তারকৃত শাহিন কাজীর স্বীকারোক্তি অনুযায়ী আলমগীর হত্যা মামলার সঙ্গে সংশ্লিষ্ট সব রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে ডিবি পুলিশ।
উল্লেখ্য,মোঃ শাহিন কাজী যশোরের আলোচিত জুম্মান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে পূর্বে হত্যা ও চাঁদাবাজিসহ অন্তত তিনটি মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর শাহিন কাজী বিজ্ঞ আদালতে নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। পরে তাকে ১৩ জানুয়ারি যশোরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। আটক শাহিন কাজী যশোর শহরের চাঁচড়া রায়পাড়ার কিসলু কাজির ছেলে।