বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতকে হারিয়ে বাংলাদেশের আসর শুরু

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:৫৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ২৫

ছবি-সংগৃহীত

প্রথমবার কোনো ফুটসাল টুর্নামেন্ট খেলতে নেমেই দাপট দেখালো বাংলাদেশের মেয়েরা। ভারতের বিপক্ষে জয় তুলে নিলো আধিপত্য দেখিয়ে। থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপৈ ভারতের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে বাংলাদেশ।

 মালদ্বীপকে ১১-১ ব্যবধানে উড়িয়ে আসর শুরু করেছিল ভারত। সে দলটাকেই কিনা পাত্তা দিলো না বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল সাবিনা-কৃষ্ণারা। গোছালো আক্রমণ থেকে সপ্তম মিনিটেই দলকে এগিয়ে দেন সাবিনা খাতুন। প্রতিপক্ষের একজনের কাছ থেকে বল কেড়ে নিয়ে কৃষ্ণা রানী সরকারকে পাস বাড়িয়ে ডান দিক দিয়ে সার্কেলে ঢুকে পড়েন বাংলাদেশ অধিনায়ক। কৃষ্ণার ফিরতি পাস নিখুঁত টোকায় জালে জড়িয়ে দেন তিনি।
 
এরপর ত্রয়োদশ মিনিটেও দুজনের বোঝাপড়ায় ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। ডান দিক থেকে কৃষ্ণার কোনাকুণি পাস টোকায় জালে জড়িয়ে দেন গোলমুখে থাকা সাবিনা।
 
দ্বিতীয়ার্ধেও নিজেদের দাপট ধরে রাখে  বাংলাদেশ। ৩১তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে লক্ষ্যভেদ করেন মাতসুশিমা সুমাইয়া। শেষদিকে একটি গোল করে ব্যবধান কমায় ভারত।
 
রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিযোগিতায় অংশ নিয়েছে মোট ৭ দল। প্রতিটি দল একে অপরের সঙ্গে মোকাবিলা শেষে টেবিলের সর্বোচ্চ পয়েন্টধারী দল চ্যাম্পিয়নের খেতাব পাবে। প্রতিযোগিতায় শনিবার ভুটানের মুখোমুখি হবে সাবিনারা।
 
আগের দিন সাফ পুরুষ ফুটসাল চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৪-৪ গোলে ড্র করেছিল বাংলাদেশ। আগামীকাল মালদ্বীপের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ছেলেরা।
জনপ্রিয়

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালামের আত্মসমর্পণ

ভারতকে হারিয়ে বাংলাদেশের আসর শুরু

প্রকাশের সময় : ০৩:৫৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

প্রথমবার কোনো ফুটসাল টুর্নামেন্ট খেলতে নেমেই দাপট দেখালো বাংলাদেশের মেয়েরা। ভারতের বিপক্ষে জয় তুলে নিলো আধিপত্য দেখিয়ে। থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপৈ ভারতের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে বাংলাদেশ।

 মালদ্বীপকে ১১-১ ব্যবধানে উড়িয়ে আসর শুরু করেছিল ভারত। সে দলটাকেই কিনা পাত্তা দিলো না বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল সাবিনা-কৃষ্ণারা। গোছালো আক্রমণ থেকে সপ্তম মিনিটেই দলকে এগিয়ে দেন সাবিনা খাতুন। প্রতিপক্ষের একজনের কাছ থেকে বল কেড়ে নিয়ে কৃষ্ণা রানী সরকারকে পাস বাড়িয়ে ডান দিক দিয়ে সার্কেলে ঢুকে পড়েন বাংলাদেশ অধিনায়ক। কৃষ্ণার ফিরতি পাস নিখুঁত টোকায় জালে জড়িয়ে দেন তিনি।
 
এরপর ত্রয়োদশ মিনিটেও দুজনের বোঝাপড়ায় ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। ডান দিক থেকে কৃষ্ণার কোনাকুণি পাস টোকায় জালে জড়িয়ে দেন গোলমুখে থাকা সাবিনা।
 
দ্বিতীয়ার্ধেও নিজেদের দাপট ধরে রাখে  বাংলাদেশ। ৩১তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে লক্ষ্যভেদ করেন মাতসুশিমা সুমাইয়া। শেষদিকে একটি গোল করে ব্যবধান কমায় ভারত।
 
রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিযোগিতায় অংশ নিয়েছে মোট ৭ দল। প্রতিটি দল একে অপরের সঙ্গে মোকাবিলা শেষে টেবিলের সর্বোচ্চ পয়েন্টধারী দল চ্যাম্পিয়নের খেতাব পাবে। প্রতিযোগিতায় শনিবার ভুটানের মুখোমুখি হবে সাবিনারা।
 
আগের দিন সাফ পুরুষ ফুটসাল চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৪-৪ গোলে ড্র করেছিল বাংলাদেশ। আগামীকাল মালদ্বীপের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ছেলেরা।