
নিজস্ব প্রতিবেদক
বিংশ শতাব্দীর অনন্য রূহানি সত্তা ও নায়েবে রাসূল হযরতুল আল্লামা শাহ আব্দুল মালেক আল—কুতুবী (রহ.)—এর আদর্শিক কাফেলা ‘শাহ্ মালেকীয় যুব কমিটি বাংলাদেশ’—এর প্রতিষ্ঠা বার্ষিকী ও বিশেষ স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জানুয়ারি ২০২৬ (বুধবার), চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের শিলাইগড়াস্থিত শাহ্ মালেকীয়া হিফজুল কুরআন মডেল মাদ্রাসা প্রাঙ্গণে এই সভা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সংগঠনের প্রয়াত মুরুব্বী ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের বর্ণাঢ্য রূহানি জীবন ও ইসলামের খিদমতে তাঁদের অবদান নিয়ে গভীর শ্রদ্ধাভরে স্মৃতিচারণ করা হয়। বিশেষ করে সংগঠনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা মরহুম মাওলানা আবদুস শুক্কুর মালেকী (রহ.), উপদেষ্টা মরহুম এ.কে.এম জাফরুল্লাহ (রহ.), মরহুম অধ্যক্ষ সোলাইমান (রহ.) এবং কেন্দ্রীয় পরিষদের মরহুম মাওলানা মুনিরুল ইসলাম (রহ.)—এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। বক্তারা বলেন, সংগঠনের এই ভিত্তিপ্রস্তর স্থাপনকারী মহৎ প্রাণ ব্যক্তিদের আধ্যাত্মিক দিকনির্দেশনা ও রূহানি আদর্শ বর্তমান প্রজন্মের জন্য বড় পাথেয়। তাঁদের দেখানো পথেই শাহ্ মালেকীয় যুব কমিটি বাবাজান কেবলার রূহানি দর্শন ও সুন্নতে রাসূল (সা.)—এর শিক্ষা প্রচার করে যাচ্ছে।
সভায় সংগঠনের ‘তৃণমূল কেন্দ্রীয় সমন্বয়ক কমিটি’ গঠনের প্রাথমিক আলোচনা হলেও প্রতিনিধি উপস্থিতি আশানুরূপ না হওয়ায় চূড়ান্ত কমিটি ঘোষণা করা হয়নি। তবে শীঘ্রই একটি সুশৃঙ্খল সমন্বয়ক কমিটি গঠন করার বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
স্মরণ সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন— মাওলানা রেজাউল হক গোফরান, মাকছুদুল আলম, জিয়াউল হক মালেকী, সাইফুদ্দদীন সাইফ আল মালেকী, বোরহান উদ্দীন মালেকী, হাফেজ মাওলানা আবদুল করিম মালেকী, মহিউদ্দীন, মাওলানা হেলাল উদ্দীন মালেকী, জয়নাল আবেদীন জামশেদ মালেকী, আরিফুল ইসলাম মিশকাত এবং রাকিবুল ইসলাম প্রমুখ।
বক্তারা বাবাজান কেবলা শাহ আব্দুল মালেক আল—কুতুবী (রহ.)—এর আধ্যাত্মিক শিক্ষা ও আর্তমানবতার সেবার আহ্বান তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
নিজস্ব প্রতিবেদক 







































