
এককভাবে ২৬৮ আসনে নির্বাচন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র গাজী আতাউর রহমান এ তথ্য জানান। তিনি জানান, ১১ দলীয় জোটে থাকবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। এককভাবে ২৬৮ আসনে নির্বাচন করবে দল।
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট সমঝোতার জন্য ৫০ আসন খালি রাখলেও চরমোনাই পীর মুফতি রেজাউল করিম নেতৃত্বাধীন এই দলটি এককভাবে লড়ার সিদ্ধান্ত নিলো। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে। মনোনয়নপত্র বাছাই শেষে আপিল নিষ্পতির ধাপে রয়েছে নির্বাচন কমিশন। ২০ জানুয়ারি প্রার্থী চূড়ান্ত হবে।
নিজস্ব প্রতিবেদক 






































