শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এয়ারপোর্ট থেকে রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি আটক

মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো. শাহিন শেখকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কাতার যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টারে গেলে তাকে গ্রেপ্তার করা হয়। আটক শাহিন শেখ (৩৩) রাজবাড়ী সদর উপজেলার বাসিন্দা। তিনি ২০২২ সালের মার্চ মাসে রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।
পুলিশ সূত্রে জানা যায়, শাহিন শেখের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা, গুলিবর্ষণসহ একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল জানান, শুক্রবার দুপুরে ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে শাহিন শেখকে আটক করা হয়। পরে তাকে ঢাকা মহানগর পুলিশের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। সন্ধ্যা ৬টার দিকে রাজবাড়ী জেলা পুলিশের একটি দল বিমানবন্দর থানায় পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য তাকে রাজবাড়ীতে নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
জনপ্রিয়

কলারোয়ায় বাস-নছিমন সংঘর্ষে নিহত ১

এয়ারপোর্ট থেকে রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি আটক

প্রকাশের সময় : ০৯:৪০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো. শাহিন শেখকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কাতার যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টারে গেলে তাকে গ্রেপ্তার করা হয়। আটক শাহিন শেখ (৩৩) রাজবাড়ী সদর উপজেলার বাসিন্দা। তিনি ২০২২ সালের মার্চ মাসে রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।
পুলিশ সূত্রে জানা যায়, শাহিন শেখের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা, গুলিবর্ষণসহ একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল জানান, শুক্রবার দুপুরে ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে শাহিন শেখকে আটক করা হয়। পরে তাকে ঢাকা মহানগর পুলিশের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। সন্ধ্যা ৬টার দিকে রাজবাড়ী জেলা পুলিশের একটি দল বিমানবন্দর থানায় পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য তাকে রাজবাড়ীতে নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।