রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় আন্তর্জাতিক বাহিনীতে যোগ দিতে বাংলাদেশের আগ্রহ বিপজ্জনক: ফরহাদ মজহার

ছবি-সংগৃহীত

ফিলিস্তিনের গাজার স্থিতিশীলতা রক্ষায় প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশের যোগ দেওয়ার আগ্রহের কড়া সমালোচনা করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। তিনি বলেছেন, ‘এটা বিপজ্জনকশুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া বাম ও মধ্যপন্থি তরুণদের উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন’–এর (এনপিএ) উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে শহীদ মিনারে এসেছিলেন এই কবি ও চিন্তক।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফরহাদ মজহার বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নির্দেশিত পথে গাজাকে ব্যবস্থাপনার জন্য একটা আন্তর্জাতিক সেনাবাহিনী করার প্রস্তাবনা হয়েছে। যেটা খলিলুর রহমান সাহেব (জাতীয় নিরাপত্তা উপদেষ্টা) ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে কথা দিয়ে এসেছেন এবং আগ্রহ প্রকাশ করে এসেছেন। এটা বিপজ্জনক।’

তিনি বলেন, ‘আমাদের মূলত খেয়াল করতে হবে, বাংলাদেশে ৫ আগস্টের পরে যে রূপান্তরটা ঘটেছে, এটা একান্তই সাম্রাজ্যবাদের স্বার্থে এবং এই পুরো উপমহাদেশের জন্য এটা ইতিবাচক নয়।

তরুণদের যে কোনো উদ্যোগের প্রতি নিজের সমর্থনের কথা উল্লেখ করেন এই কবি ও চিন্তক। তিনি বলেন, ‘আমরা বারবার কথায় কথায় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলি। অবশ্যই ভারতীয় আধিপত্যবাদ আছে। কিন্তু শব্দটা ভারতীয় আধিপত্যবাদ নয়, দিল্লির আধিপত্যবাদ। ভারতের সাধারণ জনগণের মধ্যেও একটি বড় অংশ গণতান্ত্রিক এবং সাম্রাজ্যবাদবিরোধী লড়াই আছে, যারা বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের একতরফা খবরদারির বিরোধী।’

জনপ্রিয়

শহরকে সুন্দর রাখতে খালের পাড়ে ও যত্রতত্র ময়লা না ফেলার আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের

গাজায় আন্তর্জাতিক বাহিনীতে যোগ দিতে বাংলাদেশের আগ্রহ বিপজ্জনক: ফরহাদ মজহার

প্রকাশের সময় : ০৯:০২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

ফিলিস্তিনের গাজার স্থিতিশীলতা রক্ষায় প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশের যোগ দেওয়ার আগ্রহের কড়া সমালোচনা করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। তিনি বলেছেন, ‘এটা বিপজ্জনকশুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া বাম ও মধ্যপন্থি তরুণদের উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন’–এর (এনপিএ) উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে শহীদ মিনারে এসেছিলেন এই কবি ও চিন্তক।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফরহাদ মজহার বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নির্দেশিত পথে গাজাকে ব্যবস্থাপনার জন্য একটা আন্তর্জাতিক সেনাবাহিনী করার প্রস্তাবনা হয়েছে। যেটা খলিলুর রহমান সাহেব (জাতীয় নিরাপত্তা উপদেষ্টা) ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে কথা দিয়ে এসেছেন এবং আগ্রহ প্রকাশ করে এসেছেন। এটা বিপজ্জনক।’

তিনি বলেন, ‘আমাদের মূলত খেয়াল করতে হবে, বাংলাদেশে ৫ আগস্টের পরে যে রূপান্তরটা ঘটেছে, এটা একান্তই সাম্রাজ্যবাদের স্বার্থে এবং এই পুরো উপমহাদেশের জন্য এটা ইতিবাচক নয়।

তরুণদের যে কোনো উদ্যোগের প্রতি নিজের সমর্থনের কথা উল্লেখ করেন এই কবি ও চিন্তক। তিনি বলেন, ‘আমরা বারবার কথায় কথায় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলি। অবশ্যই ভারতীয় আধিপত্যবাদ আছে। কিন্তু শব্দটা ভারতীয় আধিপত্যবাদ নয়, দিল্লির আধিপত্যবাদ। ভারতের সাধারণ জনগণের মধ্যেও একটি বড় অংশ গণতান্ত্রিক এবং সাম্রাজ্যবাদবিরোধী লড়াই আছে, যারা বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের একতরফা খবরদারির বিরোধী।’