রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মতলব উত্তরে মাদকসহ আটক ১

Oplus_131072

মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
আটক ব্যক্তি মোঃ নাজির আহম্মেদ (৫১)। তিনি ষাটনল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কালিপুর প্রধান বাড়ির মৃত নুরু হকের ছেলে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশনায় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোর ৫টা ২০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই মোহাম্মদ মাহফুজুর রহমান। তার সঙ্গে ছিলেন এসআই ময়নাল হোসেন, এএসআই রবিউল হোসেনসহ সঙ্গীয় ফোর্স।
পুলিশ জানায়, কালিপুর এলাকার নিজ বসতঘরে তল্লাশি চালিয়ে একটি কাঠের সুকেজের ড্রয়ার থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি ইয়াবার ওজন ০.১০ গ্রাম করে মোট ওজন ৬ গ্রাম। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ হাজার টাকা।
এছাড়া একটি সবুজ পলিথিন ব্যাগের ভেতর থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ১০ হাজার টাকা। একই সঙ্গে একটি প্লাস্টিক বক্স থেকে মাদক কেনাবেচার ৩ হাজার ৫৭০ টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মতলব উত্তর থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে আটক আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
জনপ্রিয়

বকশীগঞ্জে সরকারি স্কুলে ভর্তি জালিয়াতির অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা

মতলব উত্তরে মাদকসহ আটক ১

প্রকাশের সময় : ০৬:৫০:৪২ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
আটক ব্যক্তি মোঃ নাজির আহম্মেদ (৫১)। তিনি ষাটনল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কালিপুর প্রধান বাড়ির মৃত নুরু হকের ছেলে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশনায় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোর ৫টা ২০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই মোহাম্মদ মাহফুজুর রহমান। তার সঙ্গে ছিলেন এসআই ময়নাল হোসেন, এএসআই রবিউল হোসেনসহ সঙ্গীয় ফোর্স।
পুলিশ জানায়, কালিপুর এলাকার নিজ বসতঘরে তল্লাশি চালিয়ে একটি কাঠের সুকেজের ড্রয়ার থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি ইয়াবার ওজন ০.১০ গ্রাম করে মোট ওজন ৬ গ্রাম। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ হাজার টাকা।
এছাড়া একটি সবুজ পলিথিন ব্যাগের ভেতর থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ১০ হাজার টাকা। একই সঙ্গে একটি প্লাস্টিক বক্স থেকে মাদক কেনাবেচার ৩ হাজার ৫৭০ টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মতলব উত্তর থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে আটক আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।