
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন ক্যানেল থেকে রাতের বেলা মাটি কেটে ইটভাটায় সরবরাহের অভিযোগ পাওয়া গেছে। রূপবাটি ইউনিয়নের বিন্নাদাইর মহাসড়কের নিচে এই কার্যক্রম চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সরেজমিনে দেখা যায়, বিন্নাদাইর এলাকায় মহাসড়কের নিচে অবস্থিত ক্যানেলে ভেকু মেশিন ব্যবহার করে মাটি উত্তোলন করা হচ্ছে। উত্তোলিত মাটি ড্রাম ট্রাকে তোলা হয় এবং রাতের অন্ধকারে একের পর এক ট্রাক এলাকা ত্যাগ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, একসঙ্গে প্রায় ২৫ থেকে ৩০টি ট্রাক মাটি পরিবহন করতে দেখা গেছে।
ট্রাক চালকদের মধ্যে দুজন জানান, তারা শাহজাদপুর এলাকা থেকে মাটি নিয়ে সাঁথিয়া উপজেলার সিলন্দা এলাকায় অবস্থিত একটি ইটভাটায় সরবরাহ করেছেন। তারা মাটি উত্তোলনের সিদ্ধান্ত বা ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত নন বলে জানান।
ঘটনাস্থলে উপস্থিত একজন ব্যক্তি নিজেকে মাটির পয়েন্টের ব্যবস্থাপক হিসেবে পরিচয় দিয়ে জানান, পানি উন্নয়ন বোর্ডের অনুমতির আওতায় মাটি উত্তোলন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট একজন রাজনৈতিক নেতা জানান, তিনি সড়ক ও জনপথ বিভাগের জমি থেকে মাটি কাটার সঙ্গে যুক্ত নন। তার দাবি অনুযায়ী, পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে টেন্ডারের মাধ্যমে নদী খননের অনুমতি নিয়ে বালু উত্তোলন ও বিক্রি করা হচ্ছে।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, ঘটনাটি তদন্তের জন্য সংশ্লিষ্টদের পাঠানো হবে এবং তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
সিরাজগঞ্জ প্রতিনিধি 







































