
যশোর অফিস
যশোর শহরের আরএন রোড ক্রীড়াচক্র মাঠে শনিবার ব্রাদার টিটোস হোম (বিটিএইচ) আয়োজিত পিঠা উৎসবে ছিল হাজারো দর্শনার্থীর উপচে পড়া ভিড়। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শতাধিক পদের বাহারি পিঠা ঘিরে চলে জমজমাট বেচাবিক্রি।
আয়োজকরা জানান, মায়েদের সঙ্গে সন্তানদের যৌথ অংশগ্রহণে ঘরে তৈরি দেশীয় পিঠা নিয়ে এবারের উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবের প্রতিপাদ্য ছিল— ‘খুব কম বাচ্চাই পিঠা বোঝে, আমাদের বাচ্চাদের পিঠা চেনাই’। প্রায় ৫০টি স্টলে ভাজা ও ভাপা পিঠা, রসের পিঠা, পাটিসাপটা, মালপোয়া, ভাপাপুলি, নকশি ও ফুল পিঠাসহ নানা ধরনের পিঠা প্রদর্শন ও বিক্রি করা হয়। উৎসবের অন্যতম আকর্ষণ ছিল খেজুরের রস।
উৎসব শেষে প্রধান অতিথি বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বিভিন্ন স্টল পরিদর্শন করে পুরস্কার বিতরণ করেন। বেস্ট স্টল অ্যাওয়ার্ড পায় ওমর জুওরাইরিয়া। প্রথম রানার্সআপ হন সাইরান গালিব এবং চ্যাম্পিয়ন হয় তাসনিম জেমি।
যশোর অফিস 







































