মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শহরকে সুন্দর রাখতে খালের পাড়ে ও যত্রতত্র ময়লা না ফেলার আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের

ইসমাইল ইমন, চট্টগ্রাম প্রতিনিধি
শহরকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে খালের পাড়ে কিংবা যত্রতত্র ময়লা না ফেলার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
নগরীর রসুলবাগ আবাসিক এলাকার সংলগ্ন খালপাড়ে উন্মুক্তভাবে ময়লা রাখার স্থান উচ্ছেদ কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান। এ সময় মেয়র বলেন, যত্রতত্র ময়লা ফেলার কারণে নগরীর পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি খাল ভরাট হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, যা জনস্বাস্থ্য ও নগর জীবনের জন্য মারাত্মক ক্ষতিকর।
ডা. শাহাদাত হোসেন আরও বলেন, পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীর সচেতনতা ও দায়িত্বশীল আচরণ অপরিহার্য। তিনি সবাইকে নির্ধারিত স্থানে ময়লা ফেলার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান এবং এ বিষয়ে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও জানান।
পরিদর্শনকালে চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়

প্রশাসনে কোন দলের লোক থাকবে না উপদেষ্টা রিজওয়ান হাসান

শহরকে সুন্দর রাখতে খালের পাড়ে ও যত্রতত্র ময়লা না ফেলার আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের

প্রকাশের সময় : ০৫:৩৫:১৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
ইসমাইল ইমন, চট্টগ্রাম প্রতিনিধি
শহরকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে খালের পাড়ে কিংবা যত্রতত্র ময়লা না ফেলার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
নগরীর রসুলবাগ আবাসিক এলাকার সংলগ্ন খালপাড়ে উন্মুক্তভাবে ময়লা রাখার স্থান উচ্ছেদ কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান। এ সময় মেয়র বলেন, যত্রতত্র ময়লা ফেলার কারণে নগরীর পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি খাল ভরাট হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, যা জনস্বাস্থ্য ও নগর জীবনের জন্য মারাত্মক ক্ষতিকর।
ডা. শাহাদাত হোসেন আরও বলেন, পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীর সচেতনতা ও দায়িত্বশীল আচরণ অপরিহার্য। তিনি সবাইকে নির্ধারিত স্থানে ময়লা ফেলার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান এবং এ বিষয়ে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও জানান।
পরিদর্শনকালে চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।