
যশোর-১ সংসদীয় আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে ক্রমেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান লিটন। মাঠপর্যায়ে গণসংযোগ, তৃণমূল নেতাকর্মীদের সক্রিয়তা এবং সাধারণ ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগের মাধ্যমে তার প্রতি জনআস্থা দিন দিন আরও সুদৃঢ় হচ্ছে।
এই আসনে বিভিন্ন ওয়ার্ড, পাড়া-মহল্লা ও বাজারে সরেজমিনে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে অবহেলিত এই আসনে পরিবর্তনের প্রতীক হিসেবেই অনেকেই নুরুজ্জামান লিটনকেই দেখছেন সৎ ও যোগ্য মানুষ হিসেবে। সাধারণ মানুষের ভাষ্য, তিনি শুধু একজন প্রার্থী নন-তিনি একজন পরিচিত মুখ, পরীক্ষিত সংগঠক এবং দুঃসময়ে মানুষের পাশে থাকা একজন নেতা।
স্থানীয় অনেক ভোটারের সাথে আলোচনা করে জানা গেছে, নুরুজ্জামান লিটন দীর্ঘ রাজনৈতিক জীবনে সুখে-দুঃখে মানুষের পাশে থেকেছেন। আন্দোলন-সংগ্রামে মাঠে থেকেছেন, নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন,২৫ টি মামলা তার নামে কিন্তু কখনো আপস করেননি। ফলে ভোটারদের কাছে তিনি একজন আস্থার নাম হয়ে উঠেছেন। ভোটার রবিউল ইসলাম বলেন,
“অনেক এমপি দেখেছি, কিন্তু নির্বাচন শেষ হলে আর খোঁজ মেলেনি। নুরুজ্জামান লিটন ভাই আলাদা। উনি সব সময় এলাকায় থাকেন, মানুষের কথা শোনেন। আমরা এমন একজন মানুষকেই সংসদে পাঠাতে চাই।”
তৃণমূল বিএনপির নেতাকর্মীরাও বলছেন, নুরুজ্জামান লিটনের নেতৃত্বে যশোর-১ আসনে দলীয় সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী হয়েছে। ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে সমন্বয় বাড়ছে, কর্মীদের মধ্যে উদ্দীপনা ফিরছে। বিশেষ করে তরুণ ও নতুন ভোটারদের মধ্যে তার গ্রহণযোগ্যতা চোখে পড়ার মতো।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আসনের ভোটের সমীকরণ বরাবরই জটিল। তবে এবারের নির্বাচনে প্রার্থী ব্যক্তিত্ব, মাঠের উপস্থিতি এবং দীর্ঘদিনের রাজনৈতিক ধারাবাহিকতা বড় ভূমিকা রাখবে। সেই বিবেচনায় নুরুজ্জামান লিটন তুলনামূলকভাবে এগিয়ে রয়েছেন বলে মনে করছেন অনেকে।
নুরুজ্জামান লিটন নিজেও আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমি রাজনীতি করি ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। যশোর-১ আসনের মানুষ যদি আমাকে সুযোগ দেন, আমি তাদের কণ্ঠস্বর হয়ে জাতীয় সংসদে কথা বলবো। উন্নয়ন হবে এলাকার, কিন্তু তা হবে বৈষম্যহীন ও মানবিক।”
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন বাস্তবায়নে যশোর-১ আসনের মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সব মিলিয়ে, যশোর-১ আসনের ভোটের মাঠ যতই উত্তপ্ত হচ্ছে, ততই সাধারণ মানুষের আস্থা ও প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছেন নুরুজ্জামান লিটন । সময় যত এগোচ্ছে, তার প্রতি জনসমর্থনের বার্তা ততই স্পষ্ট হয়ে উঠছে—যার প্রতিফলন ঘটবে ভোটের দিন ব্যালট বাক্সে।
রায়হাত হোসেন।। 







































