মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে হত্যার বিচারের দাবিতে যশোরে মানববন্ধন

  • যশোর অফিস 
  • প্রকাশের সময় : ১০:০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ২২
যশোর অফিস 
যশোর সদরের রামনগরে চোর সন্দেহে গণপিটুনিতে শামীম হোসেন হত্যার বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।
রোববার সকালে প্রেসক্লাব যশোরের সামনে ‘সর্বস্তরের এলাকাবাসী’র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত শামীম হোসেনের পিতা ছবদুল বিশ্বাসের নেতৃত্বে পরিবার-পরিজনসহ স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন,শামীম হোসেন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তাকে পরিকল্পিতভাবে চোর সন্দেহে আটক করে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। তারা অভিযোগ করেন,ঘটনার সঙ্গে জড়িত আরাফাতসহ সকল দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন,আইন নিজের হাতে তুলে নেওয়ার এমন ঘটনা সমাজে ভয়াবহ নজির সৃষ্টি করছে। এ ধরনের হত্যাকাণ্ডের সঠিক বিচার না হলে ভবিষ্যতে এমন ঘটনা আরও বাড়বে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি রাত ২টার দিকে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী,শামীম হোসেন স্থানীয় একটি বিকাশ দোকানের সামনে অবস্থান করছিলেন। একপর্যায়ে তিনি দোকানের দরজার পাল্লা ভেঙে ভেতরে প্রবেশ করেন। বিষয়টি দোকানদার সিসিটিভি ক্যামেরায় দেখে চিৎকার করলে এলাকাবাসী তাকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই শামীম হোসেনের মৃত্যু হয়।
নিহত শামীম হোসেন রামনগর ইউনিয়নের বলাডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং ছবদুল বিশ্বাসের ছেলে। মানববন্ধন থেকে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত,দায়ীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
জনপ্রিয়

প্রশাসনে কোন দলের লোক থাকবে না উপদেষ্টা রিজওয়ান হাসান

যশোরে হত্যার বিচারের দাবিতে যশোরে মানববন্ধন

প্রকাশের সময় : ১০:০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
যশোর অফিস 
যশোর সদরের রামনগরে চোর সন্দেহে গণপিটুনিতে শামীম হোসেন হত্যার বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।
রোববার সকালে প্রেসক্লাব যশোরের সামনে ‘সর্বস্তরের এলাকাবাসী’র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত শামীম হোসেনের পিতা ছবদুল বিশ্বাসের নেতৃত্বে পরিবার-পরিজনসহ স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন,শামীম হোসেন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তাকে পরিকল্পিতভাবে চোর সন্দেহে আটক করে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। তারা অভিযোগ করেন,ঘটনার সঙ্গে জড়িত আরাফাতসহ সকল দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন,আইন নিজের হাতে তুলে নেওয়ার এমন ঘটনা সমাজে ভয়াবহ নজির সৃষ্টি করছে। এ ধরনের হত্যাকাণ্ডের সঠিক বিচার না হলে ভবিষ্যতে এমন ঘটনা আরও বাড়বে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি রাত ২টার দিকে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী,শামীম হোসেন স্থানীয় একটি বিকাশ দোকানের সামনে অবস্থান করছিলেন। একপর্যায়ে তিনি দোকানের দরজার পাল্লা ভেঙে ভেতরে প্রবেশ করেন। বিষয়টি দোকানদার সিসিটিভি ক্যামেরায় দেখে চিৎকার করলে এলাকাবাসী তাকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই শামীম হোসেনের মৃত্যু হয়।
নিহত শামীম হোসেন রামনগর ইউনিয়নের বলাডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং ছবদুল বিশ্বাসের ছেলে। মানববন্ধন থেকে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত,দায়ীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।