সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রেসক্লাব যশোর পরিদর্শনে ইউনেস্কোর কান্ট্রি হেড সুসান ভিজ

যশোর প্রতিনিধি 

ইউনেস্কো বাংলাদেশ কান্ট্রি হেড সুসান ভিজ ঐতিহ্যবাহী  প্রেসক্লাব যশোর পরিদর্শন করেছেন। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় তিনি ক্লাব প্রাঙ্গণে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরিদর্শনকালে তিনি ক্লাবের সাংবাদিকদের সাথে এক সৌজন্য ও মতবিনিময় সভায় মিলিত হন।

মতবিনিময় সভার শুরুতে প্রেসক্লাব যশোরের নেতৃবৃন্দ ও কর্মরত সাংবাদিকরা ইউনেস্কোর প্রতিনিধি সুসান ভিজকে ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমানসহ ক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা।

সভায় সাংবাদিকরা যশোরের স্থানীয় সাংবাদিকতার গৌরবোজ্জ্বল ইতিহাস ও সমৃদ্ধ ঐতিহ্য সুসান ভিজের সামনে তুলে ধরেন। বিশেষ করে দেশের অন্যতম প্রাচীন এই প্রেসক্লাবের ভূমিকা, মহান মুক্তিযুদ্ধে স্থানীয় সাংবাদিকদের বীরত্বপূর্ণ অবদান এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি প্রসারে এই প্রতিষ্ঠানের ঐতিহাসিক কর্মকাণ্ড সম্পর্কে তাকে বিস্তারিত অবহিত করা হয়।

ইউনেস্কোর কান্ট্রি হেড সুসান ভিজ যশোর প্রেসক্লাবের আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজ বিনির্মাণে এ প্রতিষ্ঠানের দীর্ঘ পথচলার প্রশংসা করেন।

জনপ্রিয়

গোগার গোপালপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

প্রেসক্লাব যশোর পরিদর্শনে ইউনেস্কোর কান্ট্রি হেড সুসান ভিজ

প্রকাশের সময় : ১০:৩৭:২৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

যশোর প্রতিনিধি 

ইউনেস্কো বাংলাদেশ কান্ট্রি হেড সুসান ভিজ ঐতিহ্যবাহী  প্রেসক্লাব যশোর পরিদর্শন করেছেন। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় তিনি ক্লাব প্রাঙ্গণে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরিদর্শনকালে তিনি ক্লাবের সাংবাদিকদের সাথে এক সৌজন্য ও মতবিনিময় সভায় মিলিত হন।

মতবিনিময় সভার শুরুতে প্রেসক্লাব যশোরের নেতৃবৃন্দ ও কর্মরত সাংবাদিকরা ইউনেস্কোর প্রতিনিধি সুসান ভিজকে ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমানসহ ক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা।

সভায় সাংবাদিকরা যশোরের স্থানীয় সাংবাদিকতার গৌরবোজ্জ্বল ইতিহাস ও সমৃদ্ধ ঐতিহ্য সুসান ভিজের সামনে তুলে ধরেন। বিশেষ করে দেশের অন্যতম প্রাচীন এই প্রেসক্লাবের ভূমিকা, মহান মুক্তিযুদ্ধে স্থানীয় সাংবাদিকদের বীরত্বপূর্ণ অবদান এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি প্রসারে এই প্রতিষ্ঠানের ঐতিহাসিক কর্মকাণ্ড সম্পর্কে তাকে বিস্তারিত অবহিত করা হয়।

ইউনেস্কোর কান্ট্রি হেড সুসান ভিজ যশোর প্রেসক্লাবের আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজ বিনির্মাণে এ প্রতিষ্ঠানের দীর্ঘ পথচলার প্রশংসা করেন।