মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গরুচোর সন্দেহে গণপিটুনিতে ২ জনের মৃত্যু

ছবি-সংগৃহীত

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় গরুচোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।রোববার (১৮ জানুয়ারি) রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ইমাননগর গ্রামে এ ঘটনা ঘটে। পরে সোমবার (১৯ জানুয়ারি) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন উপজেলার দশানি গ্রামের তোতা মিয়ার ছেলে মজনু মিয়া (৩৫) ও ছয়ানি গ্রামের বান্দু মিয়ার ছেলে দ্বীন ইসলাম (২৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত দুইটার দিকে ইমামনগর গ্রামে শাকিল হোসেনের বাড়িতে মজনু ও দ্বীন ইসলামকে দেখতে পান ওই বাড়ির লোকজন। এ সময় গ্রামের লোকজন তাদের আটক করেন ও গরুচোর সন্দেহে গণপিটুনি দেন। এতে তারা গুরুতর আহত হন।

খবর পেয়ে রাত আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।

এরপর দুজনকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (১৯ জানুয়ারি) ভোর ছয়টার দিকে তারা মারা যান।

এ বিষয়ে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, গরুচোর সন্দেহে ওই দুই যুবক গণপিটুনিতে মারা যান বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তাদের বিরুদ্ধে সিঙ্গাইর থানায় একাধিক চুরির মামলা রয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’-তে সিল দিন: প্রধান উপদেষ্টা

গরুচোর সন্দেহে গণপিটুনিতে ২ জনের মৃত্যু

প্রকাশের সময় : ০৩:১০:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় গরুচোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।রোববার (১৮ জানুয়ারি) রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ইমাননগর গ্রামে এ ঘটনা ঘটে। পরে সোমবার (১৯ জানুয়ারি) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন উপজেলার দশানি গ্রামের তোতা মিয়ার ছেলে মজনু মিয়া (৩৫) ও ছয়ানি গ্রামের বান্দু মিয়ার ছেলে দ্বীন ইসলাম (২৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত দুইটার দিকে ইমামনগর গ্রামে শাকিল হোসেনের বাড়িতে মজনু ও দ্বীন ইসলামকে দেখতে পান ওই বাড়ির লোকজন। এ সময় গ্রামের লোকজন তাদের আটক করেন ও গরুচোর সন্দেহে গণপিটুনি দেন। এতে তারা গুরুতর আহত হন।

খবর পেয়ে রাত আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।

এরপর দুজনকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (১৯ জানুয়ারি) ভোর ছয়টার দিকে তারা মারা যান।

এ বিষয়ে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, গরুচোর সন্দেহে ওই দুই যুবক গণপিটুনিতে মারা যান বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তাদের বিরুদ্ধে সিঙ্গাইর থানায় একাধিক চুরির মামলা রয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।